behind the news
Rehab ad on bangla tribune
Vision Led ad on bangla Tribune

তনু হত্যার বিচার দাবিতে শুভ সংঘের মোমবাতি প্রজ্বলন

গণবি প্রতিনিধি১৭:২৬, মার্চ ২৮, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহগী জাহান তনু হত্যার বিচার দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শুভ সংঘ, গণ বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধের সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেন শুভ সংঘ, গণ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি রানা মিত্র, সাধারণ সম্পাদক রেজওয়ান বিন মাহফুজ, তথ্য ও প্রচার সম্পাদক আল নাঈম তরফদার প্রমুখ।
বক্তারা অবিলম্বে খুনিদের দ্রুত বিচার না হলে তাদের এই অন্দোলন অব্যাহত থাকবে এবং নারীদের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সকলকে আহ্বান জানানো হয়।
/এসএনএইচ/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ