behind the news
Vision  ad on bangla Tribune

প্রতি জেলায় মহিলা পলিটেকনিক প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

মহিলা পলিটেকনিক প্রতিনিধি১৫:৩৭, এপ্রিল ০৩, ২০১৬

মেয়েদের কারিগরী শিক্ষায় আগ্রহী করে গড়ে তুলতে প্রতি জেলায় মহিলা পলিটেকনিক প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত শুক্রবার (১ এপ্রিল) ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘প্লেসমেন্ট সেমিনার ও জব ফেয়ার’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, মেয়েরা কারিগরি শিক্ষায় দ্রুত এগিয়ে যাচ্ছে। আগে মাত্র ৭ শতাংশ মেয়েরা কারিগরি শিক্ষা গ্রহণ করতো কিন্তু এখন তা বেড়ে ১৩ শতাংশে দাঁড়িয়েছে।
২০২০ সালের মধ্যে এ হার ২০ শতাংশে উন্নীত হওয়ার আশাবাদ  ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, সরকার প্রত্যেক বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার চিন্তা করছে।
শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ হতে পারলে শিক্ষার্থীদের ভবিষ্যতের পিছনে দৌঁড়ানো লাগবে না, ভবিষ্যতই তাদের অনেক উঁচুতে নিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট প্রধ্যক্ষ প্রকৌশলী মোঃ মোজাহার হোসেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রকল্পের পরিচালক মো. ইমরান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
/এসএনএইচ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ