behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

বিইউবিটিতে শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিইউবিটি প্রতিনিধি১৬:৩২, এপ্রিল ০৩, ২০১৬

ইংরেজি ভাষার বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ইংরেজি বিভাগ।
গত বৃহস্পতিবার (৩১ মার্চ) মিরপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শেক্সপিয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।
‘শেক্সপীয়ার: আমাদের সমসাময়িক’ শীর্ষক ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, শেক্সপিয়ার তার মানবিক গুণাবলী এবং জনপ্রিয়তার জন্য আমাদের দৈনন্দিন আলোচনার অংশ হয়ে আছেন।
সেমিনারে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সভাপতি এ এফ এম সারওয়ার কামাল, অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, প্রক্টর অধ্যাপক মিঞা লুত্ফার রহমান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক, ইংরেজি বিভাগের প্রধান ড. মো. মহসিন রেজা, সহকারী অধ্যাপক মুশফেকা দিবা ও আমানি খন্দকার, প্রভাষক ফারহানা ভুঁইয়া, দিলরুবা ও জাকিয়া সুলতানা প্রমুখ।
/এসএনএইচ/  

Ifad ad on bangla tribune

লাইভ

টপ