behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

শান্ত-মারিয়ামে তরুণদের কর্মশালা অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম প্রতিনিধি১৬:৫১, এপ্রিল ০৪, ২০১৬

বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ  টেকনোলজিতে অনুপ্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘বিং সেলফ কনফিডেন্ট অ্যাণ্ড ক্রিয়েটিভ থিঙ্কার’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ‘ক্রিয়েটিভ এন্টারপ্রেনিয়রশিপ সোসাইয়াটি (সিইএস) ক্লাব।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সৃষ্টিশীলতায় অনুপ্রেরণা দেন অতিথিরা।
কর্মশালার মূল পরিচালনায় ছিলেন অভিনেত্রী এবং অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের ব্রান্ড কনসালটেন্ট বন্যা মির্জা।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী মাফিজুর রহমান, রেজিস্ট্রার স্থপতি হোসনে আরা, বিজনেস অ্যাডমিনিসট্রেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহম্মেদ এবং একই বিভাগের শিক্ষক রুবায়েত সায়মম চৌধুরী।
অনুষ্ঠানের শেষে বন্যা মির্জার হাতে ক্রেস্ট তুলে দেন বিজনেস অ্যাডমিনিসট্রেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহম্মেদ।
/এসএনএইচ/

Ifad ad on bangla tribune

লাইভ

টপ