X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইউডা’র বাংলা শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন

হাসনাত নাঈম, ইউডা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৬, ১৮:৫৯আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৯:০০

IMG_5069

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরেই শুরু হবে বাঙালির প্রাণের উৎসব ‘র্বষবরণ’। সে উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে’র (ইউডা) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে নববর্ষের ‘বাংলা শোভাযাত্রা’র সাজসরঞ্জাম তৈরিতে। কাগজ কেটে কেউ বানাচ্ছে মুখোশ, আবার কেউ ফেস্টুন। রঙের প্রলেপ পড়ছে সাজসজ্জার উপকরণে। চারদিকে ছড়িয়ে আছে লাল, নীল, হলুদ, কমলা ও সাদা রঙের কোটা। কাজের ফাঁকে ফাঁকে চলছে আড্ডা।

নববর্ষের দিন ১৪ এপ্রিল সকাল ১১টায় বাংলা শোভাযাত্রা শুরু হবে।  ইউডা চারুকলা অনুষদ থেকে বের হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

দুপুরে চারুকলা অনুষদে ঢুকতেই দেখা গেল শেষ সময়ের কাজ গুলো গুছিয়ে নিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ময়ূর, বাঘ, হাতি, ঘোড়া, পাখিসহ নানান লোকজ মোটিফের মুখোশ ও ফেস্টুন তৈরি করছে চারুকলা শিক্ষার্থীরা। শোভাযাত্রায় থাকছে বিরাট আকারের টেপাপুতুল, বাঘ, হাতি, ঘোড়া ও পাখি।

চারুকলা অনুষদের ১১তম সেমিষ্টারের শিক্ষার্থী মো: মাইনুল ইসলাম বলেন, গত দশ দিন যাবৎ ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রম আর শিক্ষকদের সহযোগিতায় বাংলা শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে আগামীকালের নববর্ষের ‘বাংলা শোভাযাত্রা’ সুষ্ঠভাবে সমাপ্তির মাধ্যমে। শোভাযাত্রার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে নিজের তৈরি করা মুখোশ ও ফেস্টুন বিক্রয়ের মাধ্যমে।

IMG_5085

ইউডা চারুকলা অনুষদের প্রধান, অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ বলেন, ২০০৩ সাল থেকে ইউডা চারুকলা অনুষদ বৈশাখীতে ‘বাংলা শোভাযাত্রা’র আয়োজন করে যাচ্ছে। এই শোভাযাত্রায় সোডা, কোডা ও ইউডা পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে। সেই সাথে অংশ নেয় ধানমন্ডিবাসীও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ না করেও যেন মানুষ সেই স্বাদ গ্রহণ করতে পারে সেজন্য আমরা এই আয়োজন করার চেষ্টা করছি। ভবিষ্যতে বড়ধরনের শোভাযাত্রা এই ধানমন্ডিতে হবে, আমরা এটা স্বপ্ন দেখি। সেই লক্ষে ১০দিন যাবৎ ইউডা চারুকলার শিক্ষার্থীরা স্ব-অর্থায়নে এই আয়োজন করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমি আশা করছি ইউডা পরিবারের সকলে বাংলা শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাটি সার্থক করবে।

 /এফএএন/

সম্পর্কিত
নির্বাচন নিয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
ইউডার সিএসই অনুষদের ৩২ তম ব্যাচের র‌্যাগ ডে অনুষ্ঠিত
অপশক্তি রোধে ইউডা’র ‘বাংলা শোভাযাত্রা’
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!