X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৮, ২০:১২আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ২০:১৫





সংসদীয় কমিটির বৈঠক নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে ধীর গতিতে আবারও ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। দ্রুত রিপোর্ট প্রকাশের স্বার্থে দরকার হলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) দারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (৩০ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।
জানা গেছে, বিগত বৈঠকের ধারাবাহিকতায় কমিটি বৈঠকে তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। বলেছে, দ্রুত প্রতিবেদন না পেলে তো মানুষ বিষয়টি ভুলে যাবে। পরে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নেপাল সিভিল এভিয়েশনের কাজ উল্লেখ করে তাদের করণীয় নেই বলে জানিয়েছে। তারা বার বার নেপালকে তাগাদা দিচ্ছে বলেও বৈঠককে অবহিত করে। পরে কমিটির পক্ষ থেকে বেশি দেরি হলে আইসিএও-এর কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে।
জানতে চাইলে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিটিতে বিমান দুর্ঘটনার রিপোর্ট না পাওয়ার কারণ জানতে চাওয়া হয়েছে। নেপাল রিপোর্ট দিতে দেরি করলে দরকার হলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
এদিকে বৈঠকে চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজের ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেছে। পরে বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে ১ মাসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য মো. নজরুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক এবং সাবিহা নাহার বেগমকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিট ফাঁকা থাকার কারণ অনুসন্ধানে পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া আসন্ন ২০১৮ সালের হজে যাত্রীদের সুষ্ঠুভাবে পরিবহনের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ট্রাভেল এজেন্সিগুলোকে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে বিমানের টিকেট বিক্রয় ও ঈশ্বরদী বিমানবন্দরে সপ্তাহে ২-৩ দিন ফ্লাইট পরিচালনার বিষয়ে কমিটি সুপারিশ করেছে।
ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান ও সাবিহা নাহার বেগম অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
হাসপাতাল ছেড়ে বাড়ির পথে এ্যানী
সর্বশেষ খবর
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!