X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

এ বছর সরকারের গাড়ি কেনার বাজেট ৬৫৫১ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৩, ১৭:১৭আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৭:১৭

চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে সরকারের ‘পরিবহন সরঞ্জামাদি’ খাতে ৬ হাজার ৫৫১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সদ্য সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে তুলনায় সরকারের এ খাতের বরাদ্দ কিছুটা বেড়েছে। একই সঙ্গে সরকারি গাড়ি কেনার ক্ষেত্রে দাম বাড়িয়ে পুনর্নির্ধারণ করে এ বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছর এ খাতে সরকারের মোট বরাদ্দ ছিল ৮ হাজার ৮০ কোটি টাকা। কিন্তু সরকারের কৃচ্ছ্রনীতির কারণে সংশোধিত বাজেটে তা কমিয়ে ৪ হাজার ৭১৮ কোটি টাকা করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ডলারের দাম ও বিশ্ববাজারে গাড়ির দাম বেড়ে যাওয়ায় যানবাহনের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। 

নতুন পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) অর্থ মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ ১ কোটি ৪৫ লাখ টাকা (যানবাহনের মূল্য, রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ) দামের গাড়ি কেনা যাবে। এর আগে তাদের জন্য সর্বোচ্চ ৯৪ লাখ টাকা ব্যয় করে গাড়ি কেনা যেতো। পরিপত্রে বলা হয়েছে- এ গাড়ির ইঞ্জিন ক্ষমতা ২ হাজার ৭০০ সিসির বেশি হবে না, যা আগেও বলা ছিল। গ্রেড ৩ বা তার চেয়ে নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য কেনা যাবে ৬৫ লাখ টাকা দামের গাড়ি। এত দিন তাদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ছিল ৫৭ লাখ টাকা।

অন্যান্যের মধ্যে সরকারি কর্মচারীদের ব্যবহারের জন্য সর্বোচ্চ ৫২ লাখ টাকার মাইক্রোবাস কেনা যাবে, যা আগে ছিল ৪৪ লাখ টাকা। এছাড়া ৪৪ লাখ টাকার অ্যাম্বুলেন্সের বরাদ্দ বাড়িয়ে ৫৪ লাখ, ৩৫ লাখ টাকার প্রাইভেটকারের বরাদ্দ বাড়িয়ে ৪৫ লাখ টাকা এবং ৬৯ লাখ টাকার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোস্টার বা মিনিবাস বাবদ বরাদ্দ বাড়িয়ে ৭৫ লাখ টাকা করা হয়েছে।

এছাড়া, দাম বাড়িয়ে ২৮ লাখ টাকার সিঙ্গেল কেবিন পিকআপ ৩৮ লাখ টাকা, ৪৯ লাখ টাকার ডাবল কেবিন পিকআপ ৫৫ লাখ টাকা, ৪২ লাখ ২৯ হাজার টাকার নন-এসি বড় বাসের দাম বাড়িয়ে ৪৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে চার শ্রেণির যানবাহন বাবদ বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, নন-এসি মিনিবাস ৩২ লাখ টাকা, ৫ টনের ট্রাক ৩৯ লাখ টাকা, ৩ টনের ট্রাক ৩১ লাখ ৭৫ হাজার টাকা এবং মোটরসাইকেল এক লাখ ৪০ হাজার টাকা।

পরিপত্রে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবাস (এসি ও নন-এসি) ও ট্রাকের বাজারদর বিবেচনা করে যানবাহনের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর ও পরিদফতরের যানবাহন কেনার অনুমতি বা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে পুনর্নির্ধারিত মূল্য অনুসরণ করতে বলা হয়েছে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
সর্বশেষ খবর
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত: ইরানি কর্মকর্তা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত: ইরানি কর্মকর্তা
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তহেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তদুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু