X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ মে ২০২৪, ০৩:০৫আপডেট : ০৯ মে ২০২৪, ১০:২৬

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত ৫৭টি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪৯টি উপজেলায় আওয়ামী লীগের নেতারাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আবার এর মধ্যে আট জন এমপির স্বজন।

এর বাইরে জনসংহতি সমিতি–সমর্থিত দুজন, জাতীয় পার্টির দুজন নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের বহিষ্কৃত এক নেতা ও ইসলামী আন্দোলনের বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর বাইরে বিজয়ী দুজন চেয়ারম্যান কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

আওয়ামী লীগের সাংগঠনিক নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে ১৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন স্থানীয় সংসদ সদস্যদের আত্মীয়রা। এর মধ্যে ১১ উপজেলায় ৯ জন নির্বাচিত ও দুজন পরাজিত হয়েছেন। এর মধ্যে একজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

বগুড়ার দুই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য সাহাদারা মান্নানের ছেলে ও ছোট ভাই। এর মধ্যে সারিয়াকান্দিতে ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও সোনাতলায় ছোট ভাই মিনহাদুজ্জামান নির্বাচিত হয়েছেন।

সুবর্ণচরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সুবর্ণচর উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান এ এইচ এম খাইরুল আনম চৌধুরীর বিপরীতে প্রার্থী হয়েছিলেন।

নোয়াখালীর হাতিয়ায় জয়ী হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী।

পিরোজপুরের নাজিরপুরে চেয়ারম্যান হয়েছেন এস এম নূরে আলম শাহীন। তিনি পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিমের ভাই।

মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান।

কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।

খাগড়াছড়ির রামগড়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশ্ব প্রদীপ কার্বারি। তিনি আওয়ামী লীগের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার জামাতা।

বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের চাচা সফিকুল ইসলাম।

তবে টাঙ্গাইলের ধনবাড়ীতে পরাজিত হয়েছেন হারুনুর রশীদ। তিনি স্থানীয় এমপি আব্দুর রাজ্জাকের খালাতো ভাই।

মৌলভীবাজারের বড় লেখায় পরাজিত হয়েছেন স্থানীয় এমপি শাহাব উদ্দিনের ভাগনে সোয়েব আহমেদ।

/এএম/এস/
সম্পর্কিত
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
দ্বিতীয় ধাপে আগ্রহ বাড়বে ভোটারের: ইসি আলমগীর
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ