X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় অবৈধ: সংসদে আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ১৭:৫৯আপডেট : ০৫ মে ২০১৬, ১৮:০৬

আইনমন্ত্রী বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, সে রায়কে অবৈধ বলে আখ্যায়িত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। আপিল করলে এই রায় গ্রহণযোগ্য হবে না।
বৃহস্পতিবার ৩০০ বিধিতে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। এখনও বিশ্বাস করি বিচার বিভাগ স্বাধীন। সেইজন্য আমরা এই রায়ের বিরুদ্ধে আগামী রবিবার-সোমবারের মধ্যে আপিল করবো। আমরা আইনি পথেই যাবো। আমরা গণতন্ত্রের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র সহ্য করবো না।
হাইকোর্ট বিভাগের রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে এই সংশোধনী করেছি। কিন্তু উনারা সেটা আজকের রায়ে বলে দিলেন- এটা ইলিগ্যাল। এখনও আমি বলি, এটা মোটেও ইলিগ্যাল নয়। উনারা যেটা বলছেন, সেটা নট মেইনটেনঅ্যাবল।
এর আগে সংসদ অধিবেশর শুরুর পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইসলাম। পরে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও জাসদের মইন উদ্দিন খান বাদল। তারা আদালতের রায়ের বিষয়ে আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন।

আরও পড়ুন: সংসদকে বিচারক অপসারণের ক্ষমতা দেওয়া অবৈধ: হাইকোর্ট

পরে আইনমন্ত্রী বলেন, আমরা যে সংশোধনীটা পাস করেছিলাম, তা বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার জন্য, বিচারপতি, বিজ্ঞ বিচারকদের সন্মান অক্ষুণ্ন রাখার জন্য। আর্টিকেল ৯৬- এ সংশোধনীর আগে যেটা ছিলো তা মার্শাল ল ফরমান দ্বারা তৈরি ১৯৭৮- এর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আমরা সেটা পরিবর্তন করতে চেয়েছি।

তিনি বলেন, এটা লিগ্যল এক্সেপটেড পিসেস দ্যাট অর্জিনাল কন্সটিটিউশন, এটা অন্যান্য যে প্রতিষ্ঠান, যথা- সুপ্রিম কোর্ট জাতীয় সংসদ নির্বাহী বিভাগ- সেগুলোতে হাইকোর্টের জুডিশিয়াল রিভিউ চলে না।

এদিকে আইনমন্ত্রীর বক্তব্য চলার সময় বিরোধী দলীয় সদস্যরা সংসদে হৈ চৈ শুরু করেন। এ সময় কিছু সময়ের জন্য সংসদে অচলবস্থার সৃষ্টি হয়। এ সময় স্পিকার ‍বার বার সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বসতে বললে তারা কর্ণপাত করেননি। প্রায় দুই/তিন মিনিট পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

পরে ‍আইনমন্ত্রী বলেন, দিজ ইজ নট দ্য লাস্ট ডিসিশন। স্বাভাবিকভাবে উনারা উত্তেজিত হচ্ছেন। দিজ ইজ নট দ্য লাস্ট ডিসিশন। এর পরেও আপিল করা যায়। মাননীয় সংসদ সদস্যরা সেটা জানেন।

ইএইচএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা