X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক জঙ্গিরা স্থানীয় জঙ্গিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৬, ২১:৫০আপডেট : ০৫ মে ২০১৬, ২২:০৩

নিশা দেশাই বিসওয়াল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন যেমন- আল কায়েদা বা ইসলামিক স্টেট বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করেছে বা যোগাযোগের চেষ্টা করছে বলে সন্দেহাতীতভাবে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
অপরপক্ষে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- বাংলাদেশে কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন নেই এবং যারা এখানে বিভিন্ন ধরনের নাশকতামূলক অপকর্ম ঘটাচ্ছে তারা দেশীয় সংগঠন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল আজ (৫ মে বৃহস্পতিবার) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সাংবাদিকদের বলেছেন- ‘আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা বা ইসলামিক স্টেট বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করেছে অথবা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এ বিষয়টি অবিশ্বাস করার কোনও কারণ নেই।’
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে কোনও জঙ্গি সংগঠন নেই। এরা হচ্ছে হোম গ্রোন (দেশীয়) জঙ্গি। এর শুরু হয়েছে শিবির দিয়ে এবং এর পরে হুজি, জেএমবি, আনসারুল্লাহ, আনসার আল ইসলামসহ বিভিন্ন নামে কর্মকাণ্ড চালাচ্ছে।’

বৈঠকে ছিলেন এমন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে নামেই তাদের ডাকা হোক না কেন তারা জামায়াতে ইসলামী বা এর ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত বলে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সকালে সৌজন্য সাক্ষাত করেছেন নিশা দেশাই। প্রায় এক ঘণ্টা বৈঠকের পর তারা দুজন প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন।

দেশাই চলে যাবার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, আনুষ্ঠানিক বৈঠকে সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে তাদের আলোচনা হয়।

তবে জুলহাজ মান্নানসহ সাম্প্রতিক সময়ে মসজিদের ইমাম, চার্চের পাদ্রিসহ যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোকে ‘সফট টার্গেট’ মন্তব্য করে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন- ‘সেনসেটাইজেশন’ করতেই ঠাণ্ডা মাথায় এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ অবস্থানে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, অপরাধীরা অপরাধীই এবং সন্ত্রাসীরা সন্ত্রাসীই, তাদের কোনও ধর্ম নেই।

/এসএসজেড/এএইচ/

আরও খবর পড়ুন-

আইনমন্ত্রী ষোড়শ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় অবৈধ: সংসদে আইনমন্ত্রী



সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা