X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

৭০৩ ইউপিতে ভোট গ্রহণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৬, ০৮:০২আপডেট : ০৭ মে ২০১৬, ১৭:২৪

ইউপি নির্বাচন ২০১৬ চতুর্থ ধাপে ৭০৩ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের মাঠে ব্যাপক সহিংসতা ও সংঘাতের আশঙ্কার মধ্যেই শনিবার সকাল ৮টা এ ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ ধাপে ৪৬ জেলার ৮৮টি উপজেলার ৬ হাজার ৭২৭ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ সব ইউপিতে ১ কোটির বেশি ভোটার রয়েছেন বলে কমিশন সূত্রে জানা গেছে।
সুষ্ঠু ভোট গ্রহণের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন বাহিনী। ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ৭২৫টি ইউপিতে ভোট গ্রহণের প্রস্তুতি থাকলেও সরকার দলীয় এক সংসদ সদস্যের প্রভাব বিস্তারের অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউপির ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়। এছাড়া অনিয়মের অভিযোগ ও আইনি জটিলতার কারণে আরও ৬টির ভোট স্থগিত হয়। ফলে ভোটগ্রহণে ইউপির সংখ্যা দাঁড়িয়েছে ৭০৩ এ।
আরও পড়তে পারেন: ইউএনওকে পিটিয়ে আহত করলেন ছাত্র ও যুবলীগের কর্মীরা
শনিবারের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও জনমনে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও কমিশন প্রত্যাশা করছে ‍উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য ইসি ব্যাপক প্রস্তুতিও নিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। সবার প্রতি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনও সন্ত্রাসী কর্মাকাণ্ড শক্ত হাতে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। আমরা চাই সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা যাকে খুশি, তাকে নির্বাচিত করবেন।
ইসি সচিব আরও বলেন, কোনও নির্বাচনি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ৭০৩ ইউপির মধ্যে ৩৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রায় ৩ হাজার, সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রায় ৭ হাজার ও সাধারণ সদস্য পদে ২৪ হাজারের মতো প্রার্থী হয়েছেন। ৭০৩টি ইউপির মধ্যে ৭০২টিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। দলটির চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউপিতে কোনও প্রার্থী নেই। অন্যদিকে, বিএনপির প্রায় ১শ’র মতো ‌ইউপিতে কোনও প্রার্থী নেই। নির্বাচনে সাড়ে ১৪’শ মতো স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
শনিবার চতুর্থ ধাপের ৭০৩ ইউপিতে নির্বাচনের পর পঞ্চম ধাপে আগামী ২৮ মে ৭৩৩ ও ৬ষ্ঠ ধাপে ৪ জুন ৭২৪ ইউপিতে ভোট গ্রহণের কথা রয়েছে। এর আগে গত ২২ মার্চ ৭২৫টি, ৩১ মার্চ ৬৩৯টি এবং ২৩ এপ্রিল ৬১৫টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
অারও পড়তে পারেন: নাটোরে নির্বাচন কর্মকর্তার হাত-পা কেটে ফেলার হুমকি



/ইএইচএস/এমএসএম/এমএনএইচ/আপ-এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি