X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১
স্বাক্ষরকারীরা জামায়াতের: ওলামা লীগ

লাখো আলেমের ফতোয়ায় স্বাক্ষর করেননি ইফাবা ডিজি, বায়তুল মোকাররমের খতিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৬, ১৫:১৩আপডেট : ১৮ জুন ২০১৬, ১৫:১৪

সামীম মোহাম্মদ আফজাল ও মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে গৃহিত ‘একলক্ষ মুফতি, উলামা ও আইম্মাহর দস্তখতসম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতওয়া’য় স্বাক্ষর করেননি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ফতোয়া সংগ্রহের প্রধান উদ্যোক্তা মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। তবে বায়তুল মোকররমের ইমামরা স্বাক্ষর করেছেন বলে তিনি জানিয়েছেন।
শোলাকিয়া ঈদগাহের খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বাধীন ‘একলক্ষ আলিম, মুফতি, ইমামগণের ফতওয়া ও দস্তখত সংগ্রহ কমিটি’র উদ্যোগে গত ৩ জানুয়ারি থেকে এই ফতোয়া স্বাক্ষর সংগ্রহ শুরু হয়। শেষ হয় ৩১ মে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই ফতোয়া প্রকাশ করা হয়।
ফতোয়ায় সর্বসম্মতভাবে এক লাখ আলেম ও মুফতিরা ইসলামের নামে জঙ্গিবাদ ও আত্মঘাতী হামলাকে হারাম বলে আখ্যা দিয়েছেন। উদ্যোক্তারা আশা করছেন- এই ফতোয়া প্রকাশিত হলে সন্ত্রাস পুরোপুরি ঠেকানো গেলেও বহুলাংশে হ্রাস পাবে এবং সন্ত্রাসের মদদদাতারা হতোদ্যম হবে।
জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম আফজালের সঙ্গে মাওলানা মাসঊদের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো না। মহাপরিচালক হওয়াকে কেন্দ্র করে বিগত ৪-৫ বছর ধরেই এই দুজনের বিরোধ রয়েছে।

ফতোয়া সংগ্রহের কাজে যুক্ত এক আলেম জানান, সামীম আফজালের কাছে ফতোয়া পাঠানোই হয়নি। তবে বায়তুল মোকাররমের ইমামরা স্বাক্ষর করেছেন। এ নিয়ে জানতে চেয়ে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা স্বাক্ষর করেছি। নিজস্ব মতামত দিয়েছি। জঙ্গিবাদের বিরুদ্ধে আজকে প্রত্যেক মুসলমানকেই জাগতে হবে। কাজ করতে হবে।

এ বিষয়ে সামীম আফজালকে ফোন করা হলে তার সেলফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তার একান্ত সচিব মো. দেলোয়ার হোসেন জানান, ডিজি শারীরিক অসুস্থতার কারণে সিঙ্গাপুর রয়েছেন। আর তিনি স্বাক্ষর করেছেন কিনা জানা নেই।

লাখো আলেমের ফতোয়ায় স্বাক্ষর করতে পারেননি বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন। তিনি প্রায় তিন মাস ধরে জটিল রোগে আক্রান্ত আছেন। তার ফোনে যোগাযোগ করা হলে একজন নারী পরিচয় প্রদানে অনীহা জানিয়ে বলেন, স্যার তো অনেকদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার কথা জানান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদও।

এদিকে লাখো আলেমের ফতোয়ায় স্বাক্ষর করেননি সরকারপন্থী বিতর্কিত সংগঠন ওলামা লীগের দুটি অংশ। এক অংশের সংগঠনের সহ-সভাপতি আবদুস সাত্তার বলেন, এই ফতোয়ায় স্বাক্ষরকারীরা একজনও মুক্তিযুদ্ধের স্বপক্ষের উলামা নেই। মাসঊদ সাহেব জঙ্গিবাদের খাতায় নাম লিখিয়েছেন। স্বাক্ষরকারীরা জামায়াত-হেফাজতের।

অন্য অংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেন, উনার কোনও প্রতিনিধি বা কাগজপত্র আমার কাছে আসেননি। 

/এসটিএস/সিএ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন