X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আলেমদের ফতোয়ায় সন্তুষ্ট ভারত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুন ২০১৬, ২১:১৪আপডেট : ১৯ জুন ২০১৬, ২১:৪৬

সুষমা স্বরাজ বাংলাদেশের আলেমদের জঙ্গিবাদবিরোধী ফতোয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশে অত্যাচারিত হিন্দু-বৌদ্ধদের জন্য ভারতের দরজা খোলা, তবে মুসলমানদের জন্য নয়।
রবিবার দিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাৎসরিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বাংলাদেশ সরকার যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ মোকাবিলা করতে চাচ্ছে তাতে পূর্ণ সমর্থনের কথা জানান তিনি।
সুষমা স্বরাজ বলেন, ‘এটা অত্যন্ত খুশির খবর যে, বাংলাদেশের ইসলাম ধর্মীয় নেতারা রীতিমতো ফতোয়া দিয়ে এই ধরনের হামলাকে ইসলামবিরোধী বলে বর্ণনা করেছেন এবং লক্ষাধিক ধর্মীয় নেতা তাতে সইও করেছেন।’
তিনি বলেন, ‘এটা স্বীকার করতেই হবে যে, শেখ হাসিনা সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিচ্ছে এবং ইতোমধ্যে বাংলাদেশজুড়ে ৩ হাজারেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, সাত দিনের বিশেষ অভিযানে প্রায় ১৫ হাজার সন্দেহভাজন গ্রেফতার হলেও তিনি সে সংখ্যা ‘তিন হাজার’ বলে উল্লেখ করেন।



তিনি প্রতিবেশী দেশে নির্যাতিত সংখ্যালঘুদের জন্য ভারতের দরজা সব সময়ই খোলা থাকবে বললেও মুসলমানদের কথা এড়িয়ে গেছেন।

সুষমা বলেন, ‘আমরা নির্যাতিত সংখ্যালঘুদের কথা যখন বলছি, তার মধ্যে কিন্তু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এরা সবাই পড়েন। নির্যাতিত সংখ্যালঘু বলতে আমরা শুধু হিন্দুদের কথাই বলছি না। ফলে ভারত যখন শরণার্থীদের জন্য নীতিমালা প্রস্তুত করছে, তখন কিন্তু সেটা আমাদের আশেপাশের প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুদের কথা মাথায় রেখেই বানানো হচ্ছে।’

সুষমার সাংবাদ সম্মেলনের অনেক অংশজুড়েই ছিল বাংলাদেশ প্রসঙ্গ। তিনি স্পষ্টভাবেই জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক নানা হামলার ঘটনায় ভারত সরকার বিচলিত।

তিনি বলেন, ‘এই হামলাগুলো যেমন দুর্ভাগ্যজনক, তেমনি ভারতের জন্য পীড়াদায়কও বটে।’

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা হাসিনা সরকারের ব্যর্থতা হিসেবে ভারত দেখতে রাজি নয়, উল্লেখ করে তিনি বলেন, ‘দুই দেশের সর্বোচ্চ স্তরে এ বিষয়ে নিয়মিত কথাবার্তা হচ্ছে। বাংলাদেশ সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কোনও চেষ্টার ত্রুটি রাখছে না। শেখ হাসিনা সত্যিই খুব কঠোর পদক্ষেপ নিচ্ছেন।’ সূত্র: বিবিসি


এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব