X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক শরিফুল না, মুকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ১৫:৩০আপডেট : ২০ জুন ২০১৬, ১৬:১৬






মুকুল রানা

অভিজিৎ রায়ের হত্যাকারী হিসেবে অভিযুক্ত ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শরিফুল ওরফে সালেহ ওরফে আরিফ (৩০) এর আসল নাম মুকুল। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভোটার আইডি কার্ড নিয়ে তার স্বজনরা লাশ শনাক্ত করেছেন।

সোমবার সকালে নিহতের দুলাভাই হেদায়েতুল ইসলাম ও চাচাতো ভাই রহমত আলী একটি ভোটার আইডি কার্ড দেখিয়ে সাংবাদিকদের জানান, নিহতের নাম মুকুল রানা (২৫)। তারা টিভিতে ও পত্রিকায় মুকুলের ছবি দেখে নিশ্চিত হয়েছেন।

নিহতের দুলাভাই হেদায়েতুল জানান, গণমাধ্যমে তার ছবি দেখে তারা সাতক্ষীরা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে এসেছেন। লাশ দেখে তারা শনাক্ত করতে পেরেছেন। তার নাম মুকুল রানা (২৫)। পিতার নাম আবুল কালাম আজাদ। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার বালুইগাছা।

তারা খিলগাঁও থানায় গিয়ে লাশ বুঝে নেওয়ার জন্য আবেদন করেছেন।
মুকুল রানার ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড হেদায়েতুল ইসলাম জানান, মুকুল রানা সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল। তারা দুই ভাই এক বোন। সে ভাই বোনদের মধ্যে দ্বিতীয়। তাদের আর্থিক অবস্থা সচ্ছল নয়। সাতক্ষীরায় তার বাবার ছোট পরিসরে চিংড়ি ঘেরের ব্যবসা রয়েছে।

তিনি আরও জানান, মুকুল চাকরির সন্ধানে ‍প্রায়ই ঢাকায় আসতো। গত ফেব্রুয়ারি মাসে গ্রামের বাড়িতে যায় এবং মহুয়া সুলতানা নামে এক মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। এরপর সে ঢাকায় ফিরে আসে। সে ঢাকার উত্তরায় থাকতো।

তবে উত্তরার কোথায় থাকতো, কি করতো এ ব্যাপারে কোনও কিছুই জানাতে পারেননি হেদায়েতুল ইসলাম।

মুকুল রানার এইচএসসি পরীক্ষার মার্কশিট

রবিবার রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়ার বাঁশপট্টিতে ডিবি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় শরীফ। প্রথমে তাকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হলেও পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় নিহতের নাম শরিফুল ওরফে সালেহ ওরফে আরিফ (৩০)। সে অভিজিৎসহ সাতটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা ঘোষণা করেছিল ডিবি।

/এআরআর /এপিএইচ/

আরও পড়ুন:

অভিজিৎ হত্যায় সন্দেহভাজন শরীফ ‘বন্দুকযুদ্ধে’ নিহত





অভিজিৎসহ সাত জনকে হত্যার নেপথ্যে ছিল ‘বন্দুকযুদ্ধে’ নিহত শরীফ

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা