X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

গুলশান হামলায় অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, পুলিশ হেফাজতে ৫ জন

জামাল উদ্দিন
০৬ জুলাই ২০১৬, ১৭:০৯আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৭:৪৪

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে হামলার ঘটনা নিয়ে গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত অন্তত ৩১ জনকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা স্বীকার করেছেন গোয়েন্দারা । তবে গোয়েন্দা কার্যালয় সূত্র জানিয়েছে, বুধবার দুপুর পর্যন্ত কমপক্ষে অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও সূত্রগুলো যাচাইয়ের প্রয়োজনে সংশ্লিষ্ট অন্যদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। ৫ সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের কথাও জানিয়েছে পুলিশের বিভিন্ন সূত্র।

হলি আর্টিজান বেকারি

গোয়েন্দারা জানান, গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খান ছাড়াও আরও তিনজনকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হচ্ছেন জাকির হোসেন শাওন (২০), জাকিরুল ইসলাম (২২) ও নাজরুল সারেন (৫০)। এ নিয়ে পাঁচ সন্দেহভাজন এখন পুলিশ হেফাজতে রয়েছে। তবে তাদের আটক কিংবা গ্রেফতার করা হয়েছে কিনা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, গত ৩ জুলাই দিবাগত রাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমের বাসায় তল্লাশি চালিয়ে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে। এর একদিন পরেই ব্যবসায়ী শাহরিয়ার খানের ছেলে তাহমিদের বাসায় অভিযান চালিয়ে তার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জব্দ করেছেন গোয়েন্দারা। গুলশান হামলার দিনই তিনি কানাডার টরেন্টো থেকে দেশে এসে সন্ধ্যায় হলি আর্টিজান রেস্টুরেন্টে গিয়েছিলেন।  

মঙ্গলবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, সন্দেহের তালিকায় থাকা হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খান ছাড়াও আরও কয়েকজন তাদের সন্দেহের তালিকায় রয়েছে। সময় অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর অনেকেই ভেতরে ও বাইরে আশে-পাশে লুকিয়ে ছিলেন। সকালে সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামে অভিযান শেষে ঘটনাস্থলেই ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, ভেতর থেকে নারী, শিশু ও তিন বিদেশিসহ ১৩ জন এবং আশপাশের এলাকা থেকে আরও ১৪ জনকে উদ্ধার করে যৌথবাহিনী। পরে তাদের গোয়েন্দা হেফাজতে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে অন্যদের ছেড়ে দেওয়া হলেও হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়। গুলশান হামলা মামলায় এখনও তাদের আটক বা গ্রেফতার দেখানো হয়নি বলে জানান এক গোয়েন্দা কর্মকর্তা।

ব্যবসায়ী শাহরিয়ার খানের ছেলে তাহমিদ হাসিব খান গোয়েন্দাদের জানিয়েছেন, কানাডা থেকে দেশে ফিরে শুক্রবার ইফতারের পর বন্ধুদের সঙ্গে হলি আর্টিজান রেস্টুরেন্টে গিয়েছিলেন। অন্যদিকে হাসানাত রেজা করিম গোয়েন্দাদের জানিয়েছেন, মেয়ে সাফার এর জন্মদিন পালন করতে তিনি সপরিবারে ওই রেস্টুরেন্টে গিয়েছিলেন। হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা এমন কোনও তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন গোয়েন্দারা।

গোয়েন্দা পুলিশের আরেক কর্মকর্তা সাইফুল ইসলাম রয়টার্সকে জানিয়েছেন, গুলশান হামলার মূল হোতা হিসেবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর ৬ সদস্যকে খুঁজছেন তারা। গুলশান হামলায় নিহত জঙ্গিদের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে ওই ছয়জনকে ধরতে তারা অভিযান শুরু করেছেন।

/জেইউ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছিনতাইকারী গ্রেফতার
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা