X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ০৩:১১আপডেট : ১৭ জুলাই ২০১৬, ০৮:৩৮

অধ্যাপক আবদুল মান্নান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ পেলে ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কোনও ক্ষমতা নেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন,আইনটি পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ইউজিসির হাতে দেওয়া উচিত।
শনিবার নিজ কার্যালয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইউজিসি’র চেয়ারম্যান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এর ধারা-৬-এর ১০ উপধারায় বলা আছে, প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর বিবেচিত হতে পারে এমন কোনও কার্যকলাপে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করবে না বা সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতা বা এই জাতীয় কোনও কার্যকলাপে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেবে না।
তিনি আরও বলেন, মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বলা আছে, দেশের জন্য ক্ষতিকর কোনও কিছুর পৃষ্ঠপোষকতা করা যাবে না। কিন্তু বলা নেই, পৃষ্ঠপোষকতা করলে ইউজিসি কী ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে গত কয়েকবছর ধরে জঙ্গি তৎপরতার অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানা রকম অভিযোগ থাকায় গত বছর ইউজিসির একটি তদন্ত দল সরেজমিনে বিশ্ববিদ্যালয়টিতে গিয়ে তাদের লাইব্রেরিতে জঙ্গিবাদী বই পাওয়াসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পায়।

কিন্তু ক্ষমতা না থাকায় তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি ইউজিসি। তবে নিয়ম অনুযায়ী ইউজিসি ওই তদন্তের একটি প্রতিবেদন দাখিল করে শিক্ষা মন্ত্রণালয়ে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পরে আর সে ব্যাপারে আর কোনও ব্যবস্থা নেয়নি।

ইউজিসির চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয় আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা নেই। ফলে আমরা ব্যবস্থা নিতেও পারি না। যদি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ থাকতো, তাহলে আমরা ব্যবস্থা নিতে পারতাম। আইনের ফাঁক-ফোঁকরের কারণেই তারা পার পেয়ে যাচ্ছে। ব্যবস্থা নেওয়ার একমাত্র ক্ষমতা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে।

এমন অনিয়ম পেলে ইউজিসি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনটি দ্রুত পরিবর্তনের একটি প্রক্রিয়ার মধ্যে আছে, হয়ত দ্রুত পরিবর্তন করা সম্ভব হবে। তখন আমরা ব্যবস্থা নিতে পারব।

/আরএআর  / এমএসএম /এমএনএইচ/

সম্পর্কিত
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
করারোপ নীতি শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে: সলিমুল্লাহ খান
বাংলা ট্রিবিউনকে ওয়াসিকা আয়শা খান‘নারীরা যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন, এর নেপথ্যে শেখ হাসিনা’
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা