X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
র‌্যাবের তালিকা

ঢাকা থেকেই নিখোঁজ ৭২ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ১৫:৪৫আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৫:৫১

নিখোঁজ তরুণদের কয়েকজন

সারাদেশ থেকে নিখোঁজ যে ২৬২ জনের তালিকা প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), তার মধ্যে ঢাকা থেকেই নিখোঁজ হয়েছেন ৭২ জন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসার পরই তারা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় এদের নামে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বেশ কয়েকটি নিখোঁজের বিষয়ে কোনও জিডি হয়নি।

র‌্যাবের প্রকাশিত নিখোঁজের তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

তালিকায় দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুর, ধানমণ্ডি, আদাবর, উত্তরা, বনানী, যাত্রাবাড়ী, রামপুরা, রমনা, শেরে বাংলা নগর, তেজাগাঁও ও শ্যামপুর থেকে নিখোঁজ হয়েছে। এছাড়াও কেরানীগঞ্জ, আশুলিয়া থেকেও কেউ কেউ নিখোঁজ হয়েছে।

র‌্যাব বুধবার মধ্যরাতে তাদের অফিসিয়াল পেজে ২৬২ জনের একটি নিখোঁজের তালিকা প্রকাশ করে। এর মধ্যে রাধিন নামে এক তরুণ ফিরে এসেছে।  সে পরিবারের সঙ্গে রাজধানীর কচুক্ষেতে থাকত।

মো. মাহমুদুল হাসান রাতুল (২৩), বাবার নাম রওশন আলী খান। তিনি পরিবারের সঙ্গেই রাজধানীর আদাবর থাকতেন। নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিমান চালানোর প্রশিক্ষণ নিয়ে তিনি গত বছরের ১৯ জুলাই নিখোঁজ হন। ওই বছরের ২১ জুলাই তার বিষয়ে আদাবর থানায় একটি জিডি হয়। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

প্রকৌশলী রাহাত বিন আব্দুল্লাহ। বাবার নাম শেখ আব্দুল্লাহ। তিনি যশোর পলিটেকনিক্যাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা শেষ করেন। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি-তে ভর্তি হন। ইন্টার্নশিপ না করেই সেও নিখোঁজ। এ বিষয়ে গত ১৮ জুন মোহাম্মদপুর থানায় একটি জিডি করা হয়েছে।

নিখোঁজদের তালিকা প্রকাশ করে র‌্যাব নাগরিকদের উদ্দেশে নিখোঁজদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে।

র‌্যাব ২৬২ জন নিখোঁজের যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় ডাক্তার, প্রকৌশলী ও পাইলটের পরিচয় পাওয়া গেছে। এছাড়াও ওই তালিকায় রয়েছে, গানের শিল্পী, পোশাক শ্রমিক, রাজমিস্ত্রী ও মাদ্রাসা শিক্ষার্থীসহ অন্তত ৯টি পেশার মানুষ।

ওই তালিকায় কারও কারও ছবি, সর্বশেষ ব্যবহৃত মোবাইল নম্বর, ঘনিষ্ঠ বন্ধুরও নাম প্রকাশ করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে যারা জিডি করেছেন তাদেরও নাম প্রকাশ করা হয়েছে। যেসব থানায় জিডি করা হয়েছে, ওই থানার তদন্তকারীর মোবাইল নম্বরও দেওয়া হয়েছে।  প্রকাশ করা হয়েছে নিখোঁজদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা।

প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার তিনজন বাংলাদেশি ও ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। এ ছাড়াও জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরবর্তীতে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় হামলাকারী নিহত হয়। এরপর ঈদের দিন শোলাকিয়ার ঈদগাহে হামলার ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হন।

এসব হামলায় অংশগ্রহণকারী জঙ্গিরা প্রত্যেকেই ছয় মাস বা এক বছরের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন বলে পরর্তীতে জানা যায়। এরপর নিখোঁজদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তথ্য সংগ্রহের কাজ শুরু করে। তারা নিখোঁজদের পরিবারকে স্থানীয় থানায় জিডি করার অনুরোধ করেন।

নিখোঁজদের পরিবারগুলো নিজেরাই স্থানীয় থানায় জিডি করেন। যা থেকে সন্দেহভাজনদের এ তালিকা প্রকাশ করল র‌্যাব। পুলিশের কাছেও এধরনের একটি তালিকা রয়েছে।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোয়েন্দা তথ্য ও সংশ্লিষ্ট থানার জিডি ধরে যাচাই-বাছাই করে এসব নিখোঁজদের তালিকা তৈরি করা হয়েছে। এদের বিষয়ে কারো তথ্য জানা থাকলে তা র‌্যাবকে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’

এআরআর/এসটি/এপিএইচ/

আরও  পড়ুন:
নিখোঁজ ২৬২ ব্যক্তির তালিকা প্রকাশ করল র‌্যাব

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক