X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জঙ্গিবাদ জাতীয় সমস্যায় রূপ নিয়েছে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ১৬:১৯আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৬:১৯

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্তব্য করেছেন, জঙ্গিবাদ জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। এই জঙ্গিবাদকে নির্মূল করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সরকারি তিতুমীর কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হল ও বিজ্ঞান ভবনের উদ্বোধন করে বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সব প্রতিষ্ঠানের শিক্ষকদের সব সময় খেয়াল রাখতে হবে যেন কোনও শিক্ষার্থী বিপথগামী না হয়। যদি হয় তবে তাকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ নিরসনে সবার মধ্যে একটি ঐক্য তৈরি করে কাজ করতে হবে। কোনও ভাবেই জঙ্গিদের উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। তারা দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদেরকে কঠিন হাতে দমন করতে হবে।

জঙ্গি দমনে সরকারের নেওয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, জঙ্গি দমনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। নিখোঁজদের খোঁজা হচ্ছে। কেউ পার পাবে না।

কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা উপযুক্ত কারণ ছাড়া টানা দশ দিন অনুপস্থিত থাকলেই তাদের ব্যাপারে খোঁজখবর নিন। পরিবারও যদি তাদের হদিস না জানে তাহলে জেলা প্রশাসককে জানান। তারাই পরবর্তী পদক্ষেপ নেবেন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশীদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাছের।

আরও পড়ুন- 

নিখোঁজ ২৬২ ব্যক্তির তালিকা প্রকাশ করল র‌্যাব

দৃক কর্মকর্তা হত্যা রহস্যের কিনারা হয়নি তিন মাসেও

/আরএআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া