X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাইকো দুর্নীতি মামলা: খালেদার সময়ের আবেদন মঞ্জুর

আদালত প্রতিবেদক
১০ আগস্ট ২০১৬, ২০:০৮আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২০:৩৩

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পেছাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদের তুমুল আপত্তির মুখে আদালত আবেদনটি মঞ্জুর করেন।    

খালেদা জিয়া

তবে অন্য আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৬ আগস্ট আসামিপক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে। এ দিন খালেদার পক্ষেও শুনানির জন্য দিন রাখা হয়েছে। বাংলা ট্রিবিউনকে এ তথ্য  জানান আদালতের পেশকার আলমগীর হোসেন।

বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে সময়ের আবেদন জানান খালেদা জিয়া। শুনানি পেছাতে এ মামলার বিষয়ে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকার কথা আবেদনে উল্লেখ করেন তার আইনজীবীরা। 

মামলার নথিতে দেখা যায়, এ সময় খালেদা জিয়া, মওদুদ আহমেদ বা অন্য কারও জন্য ব্যক্তিগত হাজিরা মওকুফ করে আইনজীবীর মাধ্যমে হাজিরার জন্য কোনও দরখাস্ত দেননি আসামিপক্ষ।

রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলে, হাইকোর্ট ৯ মাস আগে মামলাটি বিচারের জন্য এ আদালতে পাঠানোর পরও বারবার এর অভিযোগ গঠনের শুনানি নানা মিথ্যা অজুহাতে পিছিয়ে দেওয়ার অবিচারিক পদক্ষেপ নিচ্ছেন আসামি পক্ষ।

বিচারকও আসামিপক্ষের সময় আবেদন বারবার প্রত্যাখ্যান করতে থাকেন। এতে করে কখনও বিচারকের ওপর আবার কখনও বাদীপক্ষের আইনজীবীর ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন তারা। বিএনপিপন্থী কনিষ্ঠ আইনজীবীরা বাদী পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলকে ‘দালাল’ বলেও উত্ত্যক্ত করতে থাকেন।

এ সময় খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আসাদুজ্জামান, তাহেরুল ইসলাম তৌহিদ হাইকোর্ট ও আপিল বিভাগে এ মামলার বিচার কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

এ সময় বিচারক বলেন, আর কোনও সময় আমি দেবো না। আমি আজ অভিযোগ গঠন করবোই। আপনারা আমার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন। সব দরজা খোলা।

এরপর আসামি পক্ষে বার বার অনুনয় বিনয় চলতে থাকে। খালেদার অপর আইনজীবী খোরশেদ আলম এবং জাকির হোসেন ভুঁইয়া বিচারকের একটি কথায় প্রচণ্ড রেগেও যান। বিচারক এটি ‘দুর্ব্যবহার’ বলে উল্লেখ করে তাদের সতর্ক করেন।

এসময় খালেদা জিয়া, মওদুদ আহমেদসহ মামলার ৮ আসামি আদালতে হাজির ছিলেন। পলাতক থাকায় হাজির ছিলেন না মিয়া মইনুল হক, কাশেম শরীফ ও কামাল উদ্দিন সিদ্দিকী।

পরে আসামিপক্ষের আইনজীবীদের অনুনয়ের মুখে মামলাটির চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত।

এর আগে ঢাকা ২ নম্বর বিশেষ জজ হোসনে আরা বেগমের আদালতে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার শুনানিতে হাজিরা দেন খালেদা জিয়া। শুনানি শেষে আদালত মামলাটির পরবর্তী দিন ধার্য করেন আগামী ৮ সেপ্টেম্বর। ওইদিন এ মামলা সংক্রান্ত হাইকোর্টের আদেশ দাখিল করতে হবে। আদালত মামলার আসামি ড. খন্দকার মোশাররফ হোসেনকে জামিন দিয়েছেন।

এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত হাজিরা মওকুফ করে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদনও মঞ্জুর করেন বিচারক ।

/এসআইটি/এফএস/ টিএন/

এ সংক্রান্ত আরও খবর: দারুসসালাম থানার ৮ মামলায় খালেদার জামিন, ৫টি আমলে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়