X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

'প্রধানমন্ত্রী যদি একবার দেখে যেতেন'

জাকিয়া আহমেদ
১০ আগস্ট ২০১৬, ২১:৩১আপডেট : ১১ আগস্ট ২০১৬, ০২:১৯



আইসিইউতে চিকিৎসাধীন বঙ্গবন্ধুর সহকারী এফ এম মুহিতুল ইসলাম
'পরিবারের পক্ষ থেকে আমরা আবেদন করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একবার এসে দেখে যেতেন তাকে। চাচারও আশা ছিল সেরকমের-প্রধানমন্ত্রী যেন তাকে এসে একটু দেখে যান।'

বাংলা ট্রিবিউনকে কথাগুলো বলেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী ও এক নম্বর সাক্ষী এ এফ এম মুহিতুল ইসলামের ভাতিজা হাবিবুল ইসলাম পিটুল।

গুরুতর অসুস্থ মুহিতুল ইসলাম লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে) আছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন। তার জন্য গঠিত হয়েছে নয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আইসিইউয়ের সামনে মুহিতুল ইসলামের নিরাপত্তায় রয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। রয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং ভাইয়ের ছেলে। সেখানেই কথা হয় তাদের সঙ্গে।

মুহিতুল ইসলামের বড় ভাইয়ের ছেলে হাবিবুল ইসলাম বলেন, 'চাচার অবস্থা ভালো না। আইসিইউতে অচেতন অবস্থায় আছেন। বতর্মানে সেন্স (জ্ঞান) নেই। চিকিৎসকেরাও বলেছেন, তার অবস্থা ভালো না। ফুসফুস কাজ করছে না। হার্টবিট ধীরে ধীরে অকার্যকর হয়ে যাচ্ছে।' তার নিরাপত্তা কিংবা চিকিৎসায় কোনও ঘাটতি নেই জানিয়ে হাবিবুল ইসলাম বলেন, এখানকার চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে।

হাবিবুল ইসলাম পিটুল বলেন, 'মামলার কারণে আমাদের পরিবারের ওপর অনেক হুমকি এসেছে। কিন্তু তিনি (মুহিতুল ইসলাম) তো একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন; কাউকে ভয় পাননি। তার শেষ ইচ্ছা ছিল, বঙ্গবন্ধু হত্যা মামলায় যাদের এখনও ফাঁসি হয়নি, যারা পলাতক আছেন, তাদের এনে ফাঁসিতে ঝোলানো।' তিনি আরও জানান, বঙ্গবন্ধুর রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল ইসলাম। শেখ রাসেল তাকে ‘ভাইয়া’ বলে ডাকতো। বাড়ির ভেতরে বিকেলে ফুটবল খেলতেন তারা দুজনে। শেখ রাসেলকে তার বুক থেকে ছিনিয়ে নিয়ে মাথায় গুলি করা হয়েছিল; যা কখনোই তিনি ভুলতে পারেননি। ওই সময়ে তারও পায়ে গুলি লেগেছিল।

বঙ্গবন্ধুর সম্পর্কে তিনি কী বলতেন, জানতে চাইলে হাবিবুল ইসলাম বলেন, 'চাচার কাছে বঙ্গবন্ধু খুব উদার মনের মানুষ ছিলেন। সবাইকে বিশ্বাস করতেন। খুব সাধারণভাবে চলাফেরা করতেন। তার বাড়িতে যতটুকু নিরাপত্তা রাখা দরকার ছিল, ততটাও রাখতেন না। সবার সামনে লুঙ্গি-পাঞ্জাবি পরতেন। খুব সাদামাটা থাকতেন। চাচা বলতেন, বাংলাদেশের জন্ম হয়েছে ওনার (বঙ্গবন্ধু) জন্য।'

মুহিতুল ইসলামের নিরাপত্তারক্ষী ছিলেন শামসুল হক। তিনি বলেন, '২০০৯ সাল থেকে এখন পর্যন্ত আমি তার সঙ্গে আছি। আরেকজন নিরাপত্তারক্ষী থাকলেও আমিই তার বেশি দেখাশুনা করি।'

বঙ্গবন্ধুর সহকারী এ এফ এম মুহিতুল ইসলামের ভাতিজা হাবিবুল ইসলাম পিটুল ও দেহরক্ষী শামসুল হক বাংলা ট্রিবিউনকে শামসুল হক বলেন, 'দীর্ঘদিন ধরে মুহিতুল ইসলাম কিডনি সমস্যায় ভুগছিলেন। দুটো কিডনিই ড্যামেজড। কিডনি হাসপাতালে তার নিয়মিত ডায়ালাইসিস হতো। গত ১২ জুলাই আবার অসুস্থ হলে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি আইসিইউতে ছিলেন। অবস্থার একটু উন্নতি হলে তাকে কেবিনে নিয়ে আসা হয়। তারপর আবার অবনতি হলে ২৭ জুলাই তাকে আইসিইউতে লাইফ সার্পোটে নেওয়া হয়।'

শামসুল হক আরও বলেন, "রাসেলের কথাও বলতেন মুহিতুল ইসলাম। বলতেন, সেই শেষ সময়ের কথা। রাসেল তাকে বলেছিল, 'ভাইয়া, আমাকে মারবে না তো?' তখন তিনি সান্ত্বনা দিয়েছিলেন, 'না ভাইয়া, তোমাকে মারবে না।’ তারপরও রাসেলকে মেরে ফেলেছে। এগুলো তাকে সবসময় মনোকষ্ট দিয়েছে।"

উল্লেখ্য, ১৯৯৬ সালের ২ অক্টোবর বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের করেন মুহিতুল ইসলাম।

/জেএ/এবি/আরও পড়ুন


লাইফ সাপোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব