X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ১৪:০৬আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৭:২৩

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সরকারি হাসপাতালের পরিচালক ও কলেজগুলোর অধ্যক্ষ ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, হাসপাতালের রোগী এবং মেডিক্যাল কলেজেগুলোর হোস্টেলে শিক্ষার্থীদের কাছে আসা প্রত্যেককে নজরদারিতে রাখতে হবে।

তিনি আরও বলেন, মেডিক্যাল কলেজগুলোতে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করে সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।

হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোর প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্য নির্দেশনাগুলো হলো প্রবেশ পথে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে বসাতে হবে, পুলিশের সংখ্যা বাড়াতে হবে, পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।

জাহিদ মালেক বলেন, হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোতে গেলে সবাইকে নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে যেতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের নিরাপদ রাখতে বিভিন্ন সময় কর্তৃপক্ষকে হোস্টেল, ওয়ার্ডসহ সংশ্লিষ্ট কক্ষ ভিজিট করতে হবে। সবাইকে নিয়ে ব্রিফিং করতে হবে যাতে কোনও ধরনের অঘটনা না ঘটে।

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নির্দেশনা উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও পাঠানো হবে। শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করে সবাইকে পাঠানো হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে অর্থের প্রয়োজন হলে তা মন্ত্রণালয় নিশ্চিত করবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে