X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৭:৫৫আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৮:১৫




বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্পেশালাইজড হাসপাতালের কনসালট্যান্সি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান কোরিয়ার সরকারের অর্থায়ন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১০০০ শয্যাবিশিষ্ট একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে, এ বিষয়ে কোরিয়ান পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালট্যান্সি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সূত্রে জানা যায়, প্রথমে ৭০০ বেডের জন্য কোরিয়ার সরকার তাদের কার্যক্রম শুরু করতে চাইলে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে আরও ৩০০ বেড নির্মাণ করবে বলে সিদ্ধান্ত নেয়। মোট ১৩ তলা এ ভবনের ১১ তলা পর্যন্ত কোরিয়ার সরকার এবং পরের দুই তলা বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশস্থ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সং-ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বাংলাদেশস্থ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সং-ডু বলেন, ২০১৯ সালের মধ্যেই সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ কার্যক্রম সম্পন্ন হবে। কোরিয়াতে এ ধরনের স্পেশালাইজড হাসপাতাল এর আগেও নির্মাণ করা হয়েছে। সেই অভিজ্ঞতা এখানেও কাজে লাগানো হবে। বিএসএমএমইউ কর্তৃপক্ষ যে রকমটা ভাবছে, তার চেয়ে আরও বেশি উন্নতমানের হাসপাতাল তারা নির্মাণ করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বড় স্বপ্ন পূরণ হবে। এ হাসপাতাল হবে দেশের সব মানুষের সম্পদ। দেশের মানুষ এখান থেকে সুলভে সর্বোচ্চ মাত্রার স্বাস্থ্যসেবা পাবেন। সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের ব্যয় বহন করতে বড় ধরনের আর্থিক সহায়তা দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও অভিনন্দন জানাচ্ছি।

প্রসঙ্গত,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের পেছনে নিজস্ব ৩ দশমিক ৮২ একর জমিতে দেশের প্রথম সেন্টার বেইজড এ সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে। অত্যাধুনিক এ হাসপাতালে মোট ১১টি সেন্টার থাকবে। সেন্টারগুলো হচ্ছে, কার্ডিওভাস্কুলার, কিডনি অ্যান্ড ইউরোলজি, হেপাটোবিলিয়ারি অ্যান্ড অ্যান্ডোক্রাইনোলজি, এক্সিডেন্টাল ইর্মাজেন্সি, মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার,অনকোলজি উল্লেখযোগ্য।

হাসপাতালটি নির্মিত হলে এসব সেন্টারে সংশ্লিষ্ট রোগের যাবতীয় চিকিৎসা দেওয়া সম্ভব হবে। দেশের মানুষ দেশেই সুলভে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পাবেন। এ ছাড়া হাসপাতালটি নির্মিত হলে বাংলাদেশে প্রথম সেন্টার বেইজড সুপার স্পেশালাইজড ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান শুরু করা সম্ভব হবে।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পটির অনুমোদন দেন। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে, এক হাজার ৩৬৬ কোটি টাকা (প্রায়)। এর মধ্যে দক্ষিণ কোরীয় সরকারের ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড থেকে সহজ শর্তে প্রায় এক হাজার ৪৭ কোটি টাকা ঋণ সুবিধা পাওয়া যাবে। অত্যন্ত সহজ শর্তে শতকরা মাত্র দশমিক শূন্য ১ শতাংশ সুদে ৪০ বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করতে হবে। প্রথম ১৫ বছর ঋণের কোনও টাকা পরিশোধ করতে হবে না। পরবর্তী ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন), অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, দক্ষিণ কোরিয়ান কনসালট্যান্সি টিমের প্রধান মি হ্যান প্রকল্পের উপ-পরিচালক ডা. নূর-ই-এলাহী প্রমুখ।

/জেএ/এনএস/এবি/

আরও পড়ুন

আফসানা হত্যাকাণ্ড

লাশ ফেলে গেছে দুই তরুণ, সিসি টিভি ফুটেজ দেখছে পুলিশ

রাজধানীতে ভুয়া এসআই আটক

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না