X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সড়ক খোঁড়ার ছয় মাস আগে জানাতে হবে: আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৯:০৮আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৯:৫০

 

আনিসুল হক নগরবাসীর স্বাচ্ছন্দ্য বাড়াতে রাস্তা খোঁড়ার ছয় মাস আগে সিটি করপোরেশনকে জানাতে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, ‘ছয় মাস আগে না জানালে আমরা সড়ক খোঁড়ার অনুমোদন দেব না। এতে কারও মন খারাপ হলেও কিছু করার নেই।’ বুধবার দুপুরে গুলশান সেন্টার পয়েন্টে সিটি করপোরেশনের নতুন বুধবার দুপুরে গুলশানের গুলশান সেন্টার পয়েন্টে সিটি করপোরেশনের নতুন কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, ‘উন্নয়নের সুফল ঢাকাবাসী প্রতিদিন একটু একটু করে পেয়েই চলেছেন।’ তিনি আরও বলেন, ‘বর্জ্য রি-সাইকেল করে বিদ্যুৎ উৎপাদন একটি বড় বিষয় এবং এ জন্য প্রয়োজন সর্বস্তরের নাগরিক সচেতনতা যা ডিএনসিসির একার পক্ষে সম্ভব নয়। তবে এ বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে।’ তিনি বলেন, ‘আগামী দেড় বছরের মধ্যে সড়ক ও নর্দমা নির্মাণ ও সংস্কারের কর্মপরিকল্পনা দিনক্ষণসহ তৈরি করা হয়েছে এবং সে অনুযায়ী তা বাস্তবায়িত হচ্ছে।’

নগরীতে সেবাদানকারী ২৬টি সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে আন্তঃবিভাগীয় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মেয়র।  

প্রধানমন্ত্রীর অফিস থেকে সমন্বয়ের দায়িত্ব পাওয়ার পর এটাই ছিল মেয়র আনিসুল হকের প্রথম সমন্বয় সভা। তিন মাস পর এমন আরেকটি সভা আয়োজনের আগাম ঘোষণা দেন তিনি। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যানজট নিরসন এবং ফুটপাথ হকার ও অবৈধ দখলমুক্ত করতে সুপারিশ প্রণয়নের জন্য আগামী এক মাসের মধ্যে দায়িত্বশীলদের নিয়ে কমিটি গঠন করা হবে। জলজট নিরসনে খাল পুনরুদ্ধার ও প্রয়োজনীয় সংস্কার কাজ করবে ঢাকা ওয়াসা। বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপনে জায়গা দেবে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো। ল্যান্ডফিলের জায়গা নির্ধারণে সহযোগিতা দেবে রাজউক। পাশাপাশি তারা ডিএনসিসিকে তিনটি পার্ক হস্তান্তর করবে। রাস্তা খোঁড়ার কাজ সমন্বয়ের জন্য অন্তত ৬ মাস আগে সিটি করপোরেশনকে জানাতে হবে। সিটি করপোরেশন ১ মাস আগে এ বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগকে জানাবে।  

তিন ঘণ্টারও বেশি সময়ব্যাপী চলা সমন্বয় সভায় মহানগরীর যানজট নিরসন, ফুটপাথে হকার ও অবৈধ দখল অপসারণ, জলজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপন ও ল্যান্ডফিলের জায়গা নির্ধারণ, পার্ক হস্তান্তর, অবৈধ স্থাপনা ও যাত্রী ছাউনী অপসারণ, নগর ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ, বাস ও ট্রাক স্ট্যান্ডের জায়গা নির্ধারণ, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আবাসিক স্থাপনায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধকরণ, উত্তরা কাঁচাবাজার নির্মাণ ও হস্তান্তর, গুলশান এলাকায় চক্রাকার ‘ঢাকা-চাকা’ বাস সার্ভিসের রুট পারমিট, গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প, নকশা বহির্ভূত ভবন ও স্থাপনা নির্মাণ বন্ধকরণ, মশকনিধন কার্যক্রমের প্রতিবন্ধকতা দূরীকরণ, হোল্ডিং ট্যাক্স আদায়ে সমস্যা দূরীকরণসহ ২১ টি নির্দিষ্ট এজেন্ডা এবং সবশেষে রাস্তার মধ্যবর্তীস্থানে বিদ্যমান ইলেকট্রিক পোল স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ২৬ টি সরকারি দফতরের ৪০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়া ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আব্দুর রাজ্জাক, সদ্য সাবেক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালেহ ভূঁইয়া, সচিব মো. নবীরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

/ওএফ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী