X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

ইস্যু হাইজ্যাকের চেষ্টা করছেন খালেদা জিয়া: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ১৮:৩৭আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৮:৪০

ড. হাছান মাহমুদ (ফাইল ফটো) কোনও ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন অন্যের ইস্যু হাইজ্যাক করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বিএনপি এখন পরগাছা দলে রূপান্তর হয়েছে। আন্দোলনের কোনও ইস্যু না পেয়ে খালেদা জিয়া অন্যের ইস্যুকে হাইজ্যাক করে নিজের দল রক্ষার চেষ্টা করছেন।  এখন অন্যের ইস্যু নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন।’

শুক্রবার দুপুরে  আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে রামপাল নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হাছান মাহমুদ বলেন, ‘নতুন করে গণ্ডগোল পাকানোর চেষ্টা করবেন না। সরকার এবং আওয়ামী লীগ সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।’

রামমপাল ইস্যুতে আন্দোলনকারী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে উদ্দেশ করে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা যারা রামপাল নিয়ে আন্দোলন করছেন, আপনাদের উদ্বেগ-উৎকণ্ঠাকে আমরা স্বাগত জানাই। কিন্তু অতি উদ্বেগ-উৎকণ্ঠা কখনও ভালো নয়। ভুল তথ্যের ওপর ভিত্তি করে কোনও বক্তব্য রাখা জাতির জন্য সঠিক নয়। আপনাদের যদি কোনও বক্তব্য থাকে, তাহলে দয়া করে সরকারের কাছে পেশ করুন, উপস্থাপন করুন। এমন কোনও পরিবেশ তৈরি করবেন না। যারা দেশকে জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্রে রূপান্তর করতে চায় তাদের হাতে হাতিয়ার তুলে দেবেন না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম প্রমুখ।

ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন:
জিয়ার স্বাধীনতা পদক যে কারণে বাতিল করছে সরকার

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
অযত্নে নষ্ট হচ্ছে রাজধানীর ফুটওভার ব্রিজগুলো
অযত্নে নষ্ট হচ্ছে রাজধানীর ফুটওভার ব্রিজগুলো
ঝালকাঠিতে পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
ঝালকাঠিতে পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা