X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ঈদে আপু আর জামা পছন্দ করে দেবে না’

রশিদ আল রুহানী
২৯ আগস্ট ২০১৬, ২৩:৪৩আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০০:০৮

রিশার ভাই রবি ও বোন রোদেলা
রবি ও রোদেলা, নিহত রিশার ছোট দুই ভাই-বোন। মৃত্যুর পুরোপুরি অর্থ না বুঝলেও এটুকু বোঝে, কোনও কারণে তাদের বোন আর নেই। আর না থাকায় কী হবে, সেরকম একটি সম্ভাব্য পরিস্থিতি অনুমান করতে পেরে রবি বললো, ‘ঈদে আপু আর নতুন জামা পছন্দ করে দেবে না।’

বখাটের ছুরির আঘাতে রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশার। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল বড়। রিশার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট দুই ভাই-বোন অনেক বিষয়েই রিশার ওপর নির্ভরশীল ছিল।

রবি মেজো এবং রোদেলা সবার ছোট। তারাও উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়ে। রবি এখন চতুর্থ শ্রেণিতে আর রোদেলা প্রথম শ্রেণিতে।

সোমবার দুপুরে ওই স্কুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রিশার স্মরণে আয়োজিত শোকসভায় উপস্থিত ছিলেন। তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন রবি ও রোদেলার দৃষ্টি ছিল নিচের দিকে। চোখ-মুখ দেখে বোঝা যাচ্ছিল, ওরা ভালো নেই।

বক্তৃতার শেষপর্যায়ে শিক্ষামন্ত্রী রবি ও রোদেলাকে বুকে টেনে আদর করেন। কিছু জানতে চাইলেও ওরা কিছু বলতে পারেনি। কেবল তাকিয়ে ছিল।

এর আগে রবি ও রোদেলার সঙ্গে এ প্রতিবেদক কথা বলার চেষ্টা করেন। রবি কিছু কথার উত্তর দিলেও রোদেলা শুধু নিজের নাম ছাড়া সব কথার উত্তর দেয় মাথা নেড়ে।

রবি জানায়, রিশা সবসময় দুই ভাই-বোনকে আদর করত। কখনই রাগ করত না। তিন ভাই-বোন ঘুমাতো একসঙ্গে। আলাদা হতো না খাবার টেবিলেও।

আর ক'দিন পরেই ঈদ। রবি ও রোদেলা বড় বোনের কাছে আর ঈদের সালামি পাবে না। মেহেদি লাগিয়ে দেবে না কেউ। রবি বলে, ‘আপু সবসময় ঈদের নতুন জামা পছন্দ করে দিত। এবার আর আপু নেই। আমার নতুন জামা পছন্দ করে দেবে না। ঈদের সময় আমার আর রোদেলার হাতে মেহেদি লাগিয়ে দেবে না।’

ঈদের দিন ওরা তিন ভাইবোন একসঙ্গে ঘুরতে যেতো। রিশা ছোট দুই ভাই-বোনের সব আবদার রাখতো বলে জানায় রবি।

এদিকে সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শোকসভায় বলেন, রিশার ঘাতককে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে। কোনওভাবেই তাকে ছাড় দেয়া হবে না।

অন্যদিকে শোকসভায় রিশার এক বান্ধবী বলে, ‘রিশা আমার সবচেয়ে কাছের বান্ধবী। আজ ও নেই, মনে হচ্ছে স্কুলে আমার কেউ নেই। আমি রিশার হত্যাকারীর বিচার চাই।’ এ কথা বলেই সে কাঁদতে থাকে। আর কথা বলতে পারেনি।

রিশার স্মৃতি ধরে রাখতে স্কুলের অধ্যক্ষ আবুল হোসেন ঘোষণা দিয়েছেন, তার নামে স্কুলের ডিজিটাল ল্যাবের নামকরণ করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৪ আগস্ট) উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করে শাখী টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর রবিবার (২৮ আগস্ট) রিশা মারা যায়। ওবায়দুল এখনও গ্রেফতার হয়নি।

/আরএআর/এআরএল/

আরও পড়ুন: 

হ‌ুমায়ূন আহমেদের ‘দেবী’ নকল করে ছবি নির্মাণ: আইনি লড়াইয়ে কলকাতা যাচ্ছেন শাওন

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা