X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশে বড় প্রকল্প বা উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে না: দিল্লিতে মশিউর রহমান

দিল্লি প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ২৩:৪৬আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ২৩:৪৭

ড. মশিউর রহমান ঢাকার গুলশানের জঙ্গি হামলা বা জঙ্গি গোষ্ঠীগুলোর সাম্প্রতিক তৎপরতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।

তিনি বলেন, এই সব জঙ্গি হামলার ফলে বাংলাদেশে কোনও বড় প্রকল্প বা উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে, এমন কোনও প্রমাণ নেই।

সোমবার দিল্লিতে ভারত সফরের শেষদিনে বাংলাদেশ দূতাবাসে ড. রহমান উপস্থিত সাংবাদিকদের এ সব কথা বলেন।

জানা গেছে, ভারত সফরে এসে মশিউর রহমান বৈঠক করেছেন ভারতের ‘এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক’ বা ‘এক্সিম ব্যাঙ্কে’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও। বাংলাদেশের বিভিন্ন সামাজিক বা অবকাঠোমো উন্নয়ন প্রকল্পে ভারত সরকার যে ২০০ কোটি ডলারের লাইন অব ক্রেডিট (ঋণ) দিচ্ছে, সরকারের তরফে সেই ঋণ দিচ্ছে এই এক্সিম ব্যাঙ্ক।

দিল্লিতে ড. মশিউর রহমান বলেন, পদ্মা সেতু নির্মাণ থেকে শুরু করে রাজধানী ঢাকায় মেট্রো রেলের কাজ, সবই পরিকল্পনামাফিক এগুচ্ছে বলে বাংলাদেশ সরকার মনে করছে। তিনি বলেন, ভারত সরকারের সহযোগিতায় যৌথভাবে বাংলাদেশে যে সব প্রকল্পের কাজ চলছে, তাতেও কোনও প্রভাব পড়বে না বলে দুই দেশের সরকারই আত্মবিশ্বাসী।

এ সফরে এই প্রকল্পগুলো নিয়ে ভারতের নীতিনির্ধারকদের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে জানান ড. মশিউর রহমান। তিনি জানান, ভারতের ‘নীতি আয়োগে’র (যা আগে প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন নামে পরিচিত ছিল) ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অরবিন্দ পানাগাড়িয়ার সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়েছে।পদাধিকারবলে ভারতের রাষ্ট্রপতিই এই আয়োগের প্রধান।

মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ভারতের নীতি আয়োগের আরেক জন সিনিয়র সদস্য, বাঙালি অর্থনীতিবিদ বিবেক দেব রায়ের সঙ্গেও তার কথাবার্তা হয়েছে। ভারত-বাংলাদেশ আর্থিক সহযোগিতাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে।

বাংলাদেশে জঙ্গি উত্থান প্রসঙ্গে মশিউর রহমান জানান, জঙ্গিবাদের মূলোৎপাটন করা হবে। উন্নয়ন বা প্রবৃদ্ধির ধারার কিছুতেই জঙ্গিবাদের ছায়া ফেলতে দেওয়া হবেনা।

এবারের ভারত সফরে এসে মশিউর রহমান বৈঠক করেছেন ভারতের ‘এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক’ বা ‘এক্সিম ব্যাঙ্কে’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও। বাংলাদেশের বিভিন্ন সামাজিক বা অবকাঠোমো উন্নয়ন প্রকল্পে ভারত সরকার যে ২০০ কোটি ডলারের লাইন অব ক্রেডিট (ঋণ) দিচ্ছে, সরকারের তরফে সেই ঋণ দিচ্ছে এই এক্সিম ব্যাঙ্ক।

এ বছরের ১০ মার্চ এ ব্যাপারে ভারতের এক্সিম ব্যাঙ্ক ও বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের মধ্যে চূড়ান্ত সমঝোতাপত্রও সই হয়েছে। সেই ঋণ প্রদানের প্রক্রিয়া যে মসৃণভাবে এগুচ্ছে, মশিউর রহমানের সঙ্গে বৈঠকে যাচাই করা হয়েছে সেই অগ্রগতিও।


/এবি/

আরও পড়ুন
কাল মীর কাসেমের রিভিউর চূড়ান্ত রায়

সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে, পর্যবেক্ষণে মামুনুল হক: হেফাজত-ট্রাজেডি বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে, পর্যবেক্ষণে মামুনুল হক: হেফাজত-ট্রাজেডি বিশ্লেষণের সিদ্ধান্ত
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে