X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

কে এই জঙ্গি করিম ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১১


নিহত-জঙ্গি-করিম আজিমপুর অভিযানে নিহত হয়েছে করিম নামের এক জঙ্গি। কেই এই করিম? পুলিশ জানিয়েছে, গুলশানের হলি আর্টিজান, শোলাকিয়ায় ও কল্যাণপুরসহ বিভিন্নস্থানে জঙ্গিদের আস্তানা গড়ে তুলতে বাসা ভাড়া নিতো এই করিম। পুলিশের আইজি এ কে এম শহীদুল হকও মনে করেন, এই করিমই জঙ্গিদের জন্য বিভিন্নস্থানে বাসা ভাড়া নিয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। জঙ্গি করিমের প্রকৃত নাম জামসেদ ওরফে তানভীর বলে পুলিশের একটি সূূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। 
কাউন্টার টেররিজম ইউনিটের একজন পুলিশ কর্মকর্তা জানান, করিমের কাজই হচ্ছে জঙ্গিদের জন্য বাসা ভাড়া করা। তার স্ত্রীও জঙ্গি কর্মকান্ডে জড়িত রয়েছে বলে ধারণা পুলিশের। এর আগে বসুন্ধরা, কল্যাণপুর ও শোলাকিয়ায় এই করিমই স্ত্রী ও দুই সন্তানসহ জঙ্গিদের জন্য সাংগঠনিক সিদ্ধান্তে বাসা ভাড়া নিয়েছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে তার বিস্তারিত তথ্য এখনও পুলিশ প্রকাশ করেনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ভারাপ্রাপ্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, করিম দম্পতি একসঙ্গে একাধিক বাসা ভাড়া নিয়ে রেখেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এসব বাসার কয়েকটিতে অভিযানও চালানো হয়েছে। তবে তাদের সেসব জায়গায় পাওয়া যায়নি।
সূত্র জানায়, করিমের মাধ্যমে রাজধানীতে আরও কয়েকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। ইতোমধ্যে শনাক্ত হওয়া অন্তত তিনটি বাসায় গোয়েন্দারা অভিযানও চালিয়েছেন। কিন্তু অভিযানে গিয়ে কাউকেই বাসায় পাওয়া যায়নি।
বাড়িওয়ালারা পুলিশকে জানিয়েছেন, তাদেরকে না জানিয়েই ভাড়াটেরা কোথাও চলে গেছে। ওইসব বাসায় উল্লেখযোগ্য কোনও আসবাবপত্রও নেই। কোনও রকমে ঘুমানোর জন্য কিছু তোষক ও বিছানাপত্র ও রান্নার জন্য হাড়িপাতিল পাওয়া গেছে।
এর আগে আজিমপুরে বিজিবি সদর দফতরের ২ নম্বর গেইট সংলগ্ন ২০৯/৫ নম্বরের ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়। অভিযানে জঙ্গি করিম নিহত হয়। আহত হয় আরও তিন নারী জঙ্গি। কঠোর নিরাপত্তায় তাদের চিকিৎসা চলছে।
/জেইউ/এইচকে/

পড়ুন: জঙ্গি আস্তানায় অভিযানে ১ জঙ্গি নিহত, আহত ৫ পুলিশ সদস্য

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব
এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
সরকারের একমাত্র কাজ নিজেদের বিত্ত তৈরি ও অন্য দেশের স্বার্থ রক্ষা করা: মির্জা ফখরুল
সরকারের একমাত্র কাজ নিজেদের বিত্ত তৈরি ও অন্য দেশের স্বার্থ রক্ষা করা: মির্জা ফখরুল
ক্রিকেটের ‘প্রথম মডিউলার’ স্টেডিয়ামে হবে ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
ক্রিকেটের ‘প্রথম মডিউলার’ স্টেডিয়ামে হবে ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ