X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ফরিদপুরের গালিবা চিকিৎসকদের বিস্ময়

জাকিয়া আহমেদ
২৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫৬

মাত্র ২৩ সপ্তাহ বা পাঁচ মাসের কিছু বেশি সময় মায়ের গর্ভে থেকে ভূমিষ্ট হওয়া একটি অপরিণত শিশুর বেঁচে থাকা ছিল চিকিৎসকদের কাছে রীতিমতো বিস্ময়ের। ফরিদপুরের শিশু গালিবা হায়াতের বেঁচে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের এটিকে একটি ‘মিরাকল’ বলে অভিহিত করছেন শিশুটির চিকিৎসকরা। রবিবার রাত ১১টা ৪৫এ শিশুটি মারা যায়।

গালিবা-হায়াত ফরিদপুরে মৃত ভেবে দাফন করার আগমুহূর্তে কেঁদে ওঠা শিশু গালিবা হায়াতের চিকিৎসা চলছিল স্কয়ার হাসপাতালে। চিকিৎসক দলের নেতৃত্ব দিয়েছেন হাসপাতালটির নবজাতক ও শিশু বিভাগের কনসালটেন্ট ডা. আফতাব ইউসুফ রাজ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছিলেন, ‘এক কথায় বলতে গেলে জন্মের পর থেকে ওর সঙ্গে যা হয়েছে তা মিরাকল। এ বাচ্চার সারভাইভ করার কথা না। জন্মের পর সে একটা বাক্সের ভেতর ছিল। এরপর হেলিকপ্টারের এসির মধ্যে এখানে এসেছে। এখানে এখনও ফাইট করছে। যদিও খুবই ক্রিটিক্যাল অবস্থা। এসব কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে মেলে না। যেভাবে সে বেঁচে আছে সেটা এক বিস্ময়কর!



ডা. আফতাব বলেছিলেন, ‘শিশুটির বেঁচে না থাকার সম্ভাবনা শতকরা ৯৯ দশমিক ৯৯ ভাগ। এরপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা আমাদের সব ধরনের রিসোর্স দিয়ে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করবো। আমরা শতভাগ চেষ্টা করছি। কিন্তু যে কোনও সময় খারাপ খবরও দিতে হতে পারে।
শিশুটি মারা যাওয়ার আগে ডা. আফতাব ইউসুফ রাজ জানান, নবজাতকদের ওজন আড়াই থেকে তিন কেজি হতে হয়। এ শিশুটির ওজন মাত্র ৪৫০ গ্রাম অর্থ্যাৎ আধা কেজিরও কম।  সাধারণত মায়ের গর্ভে বয়সপ্রাপ্ত ভূমিষ্ট হওয়ার উপযোগী শিশু হিসেবে ধরা হয় ৩৭ সপ্তাহের শিশুকে। কিন্তু গালিবার জন্ম হয়েছে মাত্র ২৩ সপ্তাহে। আমাদের দেশের গাইনোকলজি সোসাইটির মতানুসারে, ২৪ সপ্তাহের নিচে যদি কোনও বাচ্চার জন্ম হয়, সে জীবন ধারণের জন্যে ঠিক উপযুক্ত নয়। তার নিজের বাঁচার কোনও ক্ষমতা নেই। এমন কোনও শিশুদের বাঁচানোর জন্য চেষ্টাও অর্থহীন মনে করা হয়। কিন্তু বাচ্চাটির জন্ম হয়েছে মাত্র ২৩ সপ্তাহে। আর সে এতো প্রতিকূলতার ভেতর এখনও লড়াই করে টিকে আছে।’

ডা. আফতাব ইউসুফ বলেন, ‘কাল রাতে ভর্তি করার পর তার ব্লাড প্রেসার পাচ্ছিলাম না, যে কারণে স্কয়ার হাসপাতালে আনার পরই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। রক্তে প্রচুর ইনফেকশন ছিল। ফুসফুস চুপসে ছিল। ওষুধ দিয়ে ফুসফুস ফোলানো হয়েছে। আজ সকালেও তিনটি ওষুধ দিয়ে তার প্রেসার একটু বাড়ানো হয়েছে। হার্টবিট পাওয়া যায় না। আবার ফিরে আসে। প্রতিটি মুহূর্তে শিশুটির অবস্থা ওঠানামা করছে।

প্রসঙ্গত, ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে বুধবার রাত সাড়ে ১২টার দিকে প্রিমিয়ার লীগ এবং প্রথম বিভাগের ক্রিকেট খেলোয়াড় নাজমুল হুদা মিঠুর স্ত্রী নাজনীন আক্তার কন্যা সন্তান প্রসব করলে হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. রিজিয়া আলম শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পরে একটি কার্টনে করে মিঠুর বাবা আবুল কালাম আজাদ তাকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলে দাফনের আগমুহূর্তে শিশুটি নড়ে ওঠে  এবং শব্দ করে। তখনই তাকে একই হাসপাতালের ইনকিউবিটরে নিয়ে রাখা হয় এবং শনিবার বিকেলে শিশুটিকে হেলিক্প্টারে করে ঢাকায় স্কয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) শিশুটিকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানোর পর ডা. আফতাব ইউসুফকে প্রধান করে গঠন করা হয় ১২ সদস্যদের একটি টিম যারা এই শিশুর চিকিৎসা করেন। পরে রাত ১১টা ৪৫ মিনিটে মারা যায় শিশুটি। 

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরে নারীদের কাজের আর্থিক মূল্য নির্ধারণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
ঘরে নারীদের কাজের আর্থিক মূল্য নির্ধারণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী