X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বদরুল ছাত্রলীগের কেউ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৫:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৯:০১

ছাত্রলীগ নেতা বদরুল আলম  

সিলেটে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত শাবিপ্রবির ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম বাংলাদেশ ছাত্রলীগের কেউ নয় বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, ‘ছাত্রলীগের গঠনতন্ত্রে লেখা আছে কোনও কর্মী কাজে যোগ দিলে ও বিয়ে করলে তার সদস্যপদ অটোমেটিক বাতিল হয়ে যায়।’

মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।  

জাকির হোসেন বলেন, ‘আপনারা এরই মধ্যে দেখেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক প্রেস রিলিজে বলা হয়েছে, বদরুল বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মকাণ্ডে যুক্ত নয়। সে বর্তমানে সুনামগঞ্জের ছাতকের আলহাজ্ব আয়াতুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। সুতারাং সে গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কর্মী নয়।’

প্রসঙ্গত, গত ৮ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বর্ধিত কমিটিতে প্রথম সহ-সম্পাদক হিসেবে বদরুলের নাম মনোনিত করা হয়েছিল।

 

ছাত্রলীগ নেতা জাকির হোসেন

তিনি আরও বলেন, ‘আমরা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নার্গিসের পরিবারের কোনও সহযোগিতার প্রয়োজন হলে আমরা আছি। এমনকি বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার ক্ষেত্রে দরকার হলে তাকে আমরা সাহায্য করবো। আর কারও ব্যক্তিগত কর্মের দায়ভার ছাত্রলীগ নেবে না।’

সোমবার বিকালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন নার্গিস। পরীক্ষা দিয়ে বের হয়ে আসার সময় চাপাতি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল। পরে অন্য শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন

ছাত্রলীগ নেতার ‘জঙ্গি’ নৃশংসতা

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত ছাত্রী লাইফ সাপোর্টে

/জেএ/এমডিপি/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ভাসমান বন্দর হয়ে গাজায় ত্রাণ পৌঁছানো শুরু
ভাসমান বন্দর হয়ে গাজায় ত্রাণ পৌঁছানো শুরু
বার্সা-মেসির চুক্তির ন্যাপকিন পেপার নিলামে বিক্রি হয়েছে ১১ কোটি টাকায়
বার্সা-মেসির চুক্তির ন্যাপকিন পেপার নিলামে বিক্রি হয়েছে ১১ কোটি টাকায়
গতিশীল শিক্ষা প্রতিষ্ঠান জাদুঘরে ‘শিক্ষার্থী’ কোথায়?
গতিশীল শিক্ষা প্রতিষ্ঠান জাদুঘরে ‘শিক্ষার্থী’ কোথায়?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন