X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘চাপাতি বদরুল’ এর শাস্তির দাবিতে উত্তাল সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৬:৩৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৬:৪৮

বদরুলের শাস্তির দাবিতে উত্তাল সিলেট

ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচারের দাবিতে দিনভর উত্তাল সিলেট। সরকারি মহিলা কলেজ, এমসি কলেজের শিক্ষার্থীরা দিনভর সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছে। তাদের দাবি, নার্গিসকে যে নৃশংসভাবে হত্যাচেষ্টা করেছে চাপাতি বদরুল, সে যেন কোনোভাবে পার পেয়ে না যায়। দিনের কর্মসূচি শেষে বদরুলের ফাঁসিসহ তিন দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
তিন দফা দাবির মধ্যে রয়েছে, মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর, আসামী বদরুলের ফাঁসি নিশ্চিত করা এবং পরীক্ষার হল ও যাতায়াতের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ছাত্রলীগ নেতা বদরুলের শাস্তির দাবিতে ঘটনাস্থলে বিক্ষোভ করেছেন অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষুব্ধ শিক্ষার্থীরাও।

সকালে টিলাগড় এমসি কলেজের সামনের সড়কে ও সিলেট সরকারি মহিলা কলেজে মানববন্ধনে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠন।মানববন্ধন থেকে শিক্ষার্থীরা নার্গিসের ওপর নৃশংস হামলাকারী বদরুল আলমের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মানববন্ধন চলাকালে সিলেট-তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

বদরুলের শাস্তির দাবিতে মানববন্ধন

সোমবার শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুলের চাপাতির কোপে মারাত্মক আহত হন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস। তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘এই চাপাতি বদরুল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। বিচার যেন কোনোভাবেই প্রবাহিত না হয়, সেটা দেখার দায়িত্ব সেই দলের শীর্ষ নেতাদেরই নিতে হবে’।

উল্লেখ্য, মঙ্গলবার ৩ অক্টোবর এমসি কলেজ কেন্দ্রে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শেষে বের হওয়ার পর বদরুলের চাপাতির কোপে মারাত্মক আহত হয় নার্গিস। পুলিশের দাবি, দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর প্রত্যাখ্যাত হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম এলোপাতাড়ি কুপিয়ে নার্গিসকে আহত করে। পরে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ধরে তাকে গণপিটুনি দেন।

অন্যদিকে, নার্গিসের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম এক সময় নার্গিসদের বাড়িতে লজিং থাকতো।

/ইউআই  /এপিএইচ/

আরও পড়ুন:

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত ছাত্রী লাইফ সাপোর্টে

ছাত্রলীগ নেতার ‘জঙ্গি’ নৃশংসতা

নার্গিসকে হত্যাচেষ্টাকারীর বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ভাসমান বন্দর হয়ে গাজায় ত্রাণ পৌঁছানো শুরু
ভাসমান বন্দর হয়ে গাজায় ত্রাণ পৌঁছানো শুরু
বার্সা-মেসির চুক্তির ন্যাপকিন পেপার নিলামে বিক্রি হয়েছে ১১ কোটি টাকায়
বার্সা-মেসির চুক্তির ন্যাপকিন পেপার নিলামে বিক্রি হয়েছে ১১ কোটি টাকায়
গতিশীল শিক্ষা প্রতিষ্ঠান জাদুঘরে ‘শিক্ষার্থী’ কোথায়?
গতিশীল শিক্ষা প্রতিষ্ঠান জাদুঘরে ‘শিক্ষার্থী’ কোথায়?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন