X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলা একাডেমিতে ঢুকতে দেওয়া হলো না লেখক রতনতনুর মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৭:২৫আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২১:২০

রতনতনু প্রায় ৭০টি গ্রন্থের লেখক ও শিক্ষক রতনতনু ঘোষ বিশিষ্ট লেখক নয়- এ যুক্তি দেখিয়ে তার মরদেহ নজরুলমঞ্চে তুলতে দেয়নি বাংলা একাডেমি। এই লেখক বাংলা একাডেমির জীবনসদস্য হলেও তার মরদেহ ফিরিয়ে দেন প্রতিষ্ঠানটির সচিব আনোয়ার হোসেন। শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার সকাল ১১টার দিকে লেখকের মরদেহ একাডেমিতে নেওয়া হলে এ ঘটনা ঘটে। এ ঘটনার সমালোচনা করে কেউ কেউ বাংলা একাডেমির কাছে ‘বিশিষ্ট’ লেখকের সংজ্ঞা জানতে চেয়েছেন।

প্রকাশক, লেখক ও সাংবাদিক হিরন্ময় হিমাংশু বাংলা ট্রিবিউনকে বলেন, 'মঙ্গলবার সকালে রতনতনুর লাশ বাংলা একাডেমিতে নেওয়া হলে একাডেমির সচিব আনোয়ার হোসেন বাধা দেন। তিনি আমাদের বলেন, বাংলা একাডেমিতে বিশিষ্ট লেখক ছাড়া কোনও লেখকের মরদেহ রাখা হয় না।’

এ ব্যাপারে কথা বলতে মহাপরিচালকের দায়িত্বে থাকা সচিব আনোয়ার হোসেনকে ফোনে পাওয়া যায়নি। পরে একাডেমির পরিচালক (জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ) অপরেশ কুমার ব্যানার্জী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা নিয়ে সচিব স্যার বলতে পারবেন। তার কাছেই জানতে চান। এ ব্যাপারে আমি কিছু বলব না।’

প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান বিদেশে থাকায় কথা বলা সম্ভব হয়নি। একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামানকে ফোন করা হলেও তার সাড়া মেলেনি।

প্রচ্ছদ মুহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক রতনতনু ঘোষ। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার।  মঙ্গলবার দুপুরে তার মরদেহ নিয়ে স্বজনরা মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে রওনা হয়। সেখানেই পারিবারিক শশ্মানে তার দাহ হবে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হিরন্ময় হিমাংশু।

রতনতনুর লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে- অগ্রসর বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, বাংলাদেশের সাহিত্য, নোবেলবিজয়ীদের কথা, বাংলাদেশের রাজনীতি প্রত্যাশা ও বাস্তবতা, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ও বাংলাদেশের রাজনৈতিক অপসংস্কৃতি।

লেখক রতনতনু বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পের প্রথম ব্যাচের সদস্য ছিলেন। পরবর্তীতে কোর্স শেষ হলে প্রতিষ্ঠানটি তার ‘মানুষের সরূপ’ শীর্ষক একটি প্রবন্ধের বই প্রকাশ করে। ২০১৪ সালের বাংলা একাডেমি সাধারণ পরিষদের বার্ষিক সভার পুস্তিকা থেকে জানা যায়, রতনতনু ঘোষ প্রতিষ্ঠানের জীবনসদস্য। ওই বছরের সাধারণ সভায় উপস্থিতির তালিকার তার নাম রয়েছে। জীবনসদস্য ক্যাটাগরিতে তার ক্রমিক নং ২৮০, জীবন সদস্য নাম্বার: ১২৫৯।

এদিকে রতনতনু ঘোষের মরদেহ বাংলা একাডেমির নজরুল মঞ্চের রাখতে বাধা দেওয়ার ঘটনার সমালোচনা করেছেন লেখক-কবিরা।

রতনতনুর একটি গ্রন্থের প্রচ্ছদ সাখাওয়াত টিপু বলেন, ‘লেখক রতনের লাশ নিয়ে বাংলা একাডেমির সংশ্লিষ্টদের অমানবিক আচরণ, এমন নির্মমতা গোটা সমাজের জন্য ভয়ানক। কি এমন ক্ষতি হতো তার লাশ বাংলা একাডেমিতে রাখলে?’

সাংবাদিক ও কবি শিমুল সালাহউদ্দিন ফেসবুকে লেখেন, ‘বাংলা একাডেমি যে একটা আস্তাবলে পরিণত হয়েছে তা আবার প্রমাণ করলো পেশায় অধ্যাপক, বহু সংখ্যক গ্রন্থের প্রণেতা, বাংলা একাডেমীর আজীবন সদস্য ও বাংলা একাডেমীর তরুণ লেখক প্রকল্পের পুরস্কারপ্রাপ্ত লেখক রতনতনু ঘোষের মরদেহকে শ্রদ্ধা অর্পনের জন্য ঢুকতে না দিয়ে। এই বাংলা একাডেমি কারা চালায়? তারা কি পশু না প্রশাসক? তাদের কি কারো কাছেই কোনও জবাবদিহিতা নাই? এমনকি নিজের বিবেকের কাছেও।’

রম্যলেখক শফিক হাসান লেখেন, ‘রতনতনু ঘোষ এর মরদেহ ভেতরে ঢোকাতে দিলো না বাংলা একাডেমি কর্তৃপক্ষ । তিনি নাকি বিশিষ্ট লেখক নন! বিশিষ্টতার সংজ্ঞা কী?’

এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় শাহবাগে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন সাহিত্যিকরা। 
/এসটিএস/এআরএল/

আরও পড়ুন: 

ভারত আক্রান্ত হলে পাশে থাকবে বাংলাদেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা