X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

তাজিয়া মিছিলে গ্রেনেড হামলায় অভিযুক্ত ১০ নব্য জেএমবি, ক্রসফায়ারে নিহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ২৩:০২আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ২৩:০২

হোসনি দালানে তাজিয়া মিছিলে গ্রেনেড হামলার পর আইন শৃঙ্খলা বাহিনী পুরনো ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময়  হামলার ঘটনায় দায়ের করা মামলায় নব্য জেএমবির ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মূল তিন পরিকল্পনাকারী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্র থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। অভিযোগপত্রটি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলার তদন্ত কার্যক্রম শেষ হয় গত এপ্রিল মাসে। এরপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে আদালতে দাখিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠান তদন্ত কর্মকর্তা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিযোগপত্রের অনুমোদন দিলেই তা আদালতে দাখিল করা হবে।

গত বছর ২৩ অক্টোবর গভীর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলে হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় এক কিশোরসহ দুজন নিহত হয়। আহত হন অন্তত শতাধিক ব্যক্তি। গত বছর এহামলার মধ্য দিয়ে নব্য জেএমবি নাশকতা বিষয়ে তাদের সক্ষমতার  জানান দেয়। এঘটনায় চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জালালউদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক শফিউদ্দিন শেখ। তদন্ত শেষে তিনি চার্জশিট প্রস্তুত করে তা অনুমোদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠান।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ‘১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। তারা হলো- ওমর ফারুক ওরফে মানিক, চাঁন মিয়া,  মো. শাহজালাল, হাফেজ আহসানউল্লাহ মাহমুদ, কবির হোসেন ওরফে রাশেদ, আবু সাইদ ওরফে সালমান, মাসুদ রানা ওরফে সুমন,  জাহিদ হাসান রানা ওরফে মুসহাব, আরমান ওরফে মনির ও রুবেল ইসলাম ওরফে সজীব ওরফে সুমন। এদের মধ্যে কবির হোসেন রাশেদ, মাসুদ রানা,  আরমান ওরফে মনির ও জাহিদ হাসান রানা ওরফে মুসহাব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে।’

অপরদিকে, এহামলার পরিকল্পনাকারী জেএমবির সামরিক শাখার কমান্ডার আলবেনি ওরফে হুজ্জা, আব্দুল্লাহ ও হিরন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। তাই অভিযোপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

এমামলাটির তদারকি ও তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিবি) দক্ষিণের উপকমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ। তিনি জানান, ‘গত ২১ এপ্রিল চকবাজার থানার এমামলাটির অভিযোগপত্র চূড়ান্ত করে তদন্ত কর্মকর্তা পরিদর্শক শফিউদ্দিন শেখ স্বরাষ্ট্রমন্ত্রণালয় পাঠিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় অনুমোদনের পর আদালতে পাঠাবে। আমাদের আর কোনও কাজ বাকি নেই।’

/এআরআর/ এপিএইচ/আপ-এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন বিএনপি নেতা শায়রুল কবির
অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন বিএনপি নেতা শায়রুল কবির
শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হবে না: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হবে না: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ম্যানইউকে কাঁদিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহাম
ম্যানইউকে কাঁদিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহাম
ধোলাইখালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ধোলাইখালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ