X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৬, ০০:৩৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ০৯:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) আওয়ামী লীগ উন্নয়নের গতি ধরে রাখতে সক্ষম হয়েছে।বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,    ‘বিভিন্ন স্থানীয় সংস্থা ও বিদেশি সংগঠন সরকারের নামে দুর্নাম রটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চেয়েছিল। কিন্তু  সাহসের সঙ্গে মোকাবিলা করে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করতে সক্ষম হওয়ায় আওয়ামী লীগ জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পেরেছে। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা দুর্নাম রটিয়েই তারা ক্ষান্ত হয়নি, মানুষ পুড়িয়ে হত্যার মাধ্যমেও তারা সরকারের পতন ঘটাতে চেয়েছিল।’  তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখার কারণেই সরকার দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি ৭ দশমিক ১ শতাংশ হারে জাতীয় প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘লক্ষ্য স্থির করেই আমরা কাজ করি এবং আমাদের লক্ষ্য এখন দেশে দারিদ্র্যের হারকে আরও কমিয়ে আনা।’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জাতিসংঘ নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মতোই বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সক্ষম হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আর যদি অতীতের মতো জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা দেশের ক্ষমতায় আসে, তাহলে এই লক্ষ্য অর্জন করার পরিবর্তে দেশকে লুটতরাজ, অর্থ আত্মস্যাৎ, মানিলন্ডারিং, এমনকি এতিমের টাকা মেরে খাওয়ার মাধ্যমে পিছিয়ে দেবে। জনগণকে আবারও হত্যা ও খুনের রাজত্ব দেখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সরকার দারিদ্র্য বিমোচনে কাজ করবেই। দলের পক্ষ থেকেও সহযোগিতা করতে হবে, যেন আমরা এই কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারি।’ আওয়ামী লীগের রাজনৈতিক অর্জনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘এ দলের নেতৃত্বে স্বাধীনতা এসেছে। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে যাচ্ছে।’
 উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র: বাসস

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়