X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে ফেরার 'দাবি' ছাড়েননি এমপিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ০০:৩২আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ০০:৩৪

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদ ফিরে পাওয়ার 'দাবি' এখনও ছাড়েননি সংসদ সদস্যরা। আর সংসদ সদস্যদের পক্ষ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ব্যাপারে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ‘আপিল’ করার প্রস্তুতি নিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্য বিবরণী ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে সদস্যরা জানতে চান, তাদেরকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদে ফেরাতে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে। জবাবে শিক্ষা সচিব সোহরাব হোসাইন জানান, এ ব্যাপারে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে আসায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারা ইতোমধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ‘আপিল’ করেছে। আগামী ৩০ অক্টোবর শুনানি হওয়ার কথা।

গত ১ জুন হাইকোর্ট রায় দেন, সংসদ সদস্যরা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদে থাকতে পারবেন না। হাইকোর্টের রায়ের পর সরকার আপিল করলে ১২ জুন আপিল বিভাগ তা খারিজ করে দেন। এরপর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

কমিটির সভাপতি আফছারুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে হাইকোর্ট একটা রায় দিয়েছেন। পরে তার বিরুদ্ধে আপিলও খারিজ হয়েছে। এখন পূর্ণাঙ্গ রায় ‍পাওয়ার পর আবার সরকার আইনি পদক্ষেপ নিচ্ছে।’ তিনি বলেন, ‘মন্ত্রণালয় তাদের জানিয়েছে, তারা আইনি পদক্ষেপ নিচ্ছে। এটা আপিল না রিভিউ, তা মন্ত্রণালয় বা আইনের লোকজন বলতে পারবেন।’

কমিটির সদস্য হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদ ফিরে পাওয়ার দাবি সব এমপির। যে কারণে কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বলেছিল। সে অনুযায়ী মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।'

আফছারুল আমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবদুল কুদ্দুস, হাছান মাহমুদ, গোলাম মোস্তফা, এসএম আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু অংশ নেন।

/ইএইচএস/এআরএল/

আরও পড়ুন: 

হাহাকারের দেয়াল ভাঙার চ্যালেঞ্জ বাংলাদেশের

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়