X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘দেশের সম্পত্তি বিক্রির মুচলেকা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১৩:২০আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৩:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের সম্পত্তি বিক্রির মুচলেকা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসে না, আসিও নি।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ৩১তলা বিশিষ্ট এ কমপ্লেক্স নির্মাণে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

২০০১ সালের নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ওই সময় আমাদের জোর করে নির্বাচনে পরাজিত করা হয়েছিল। দেশের সম্পদ বিক্রি করতে চাইনি বলে আমাদের নির্বাচনে হারিয়ে দেওয়া হয়। একটি দেশ আমাদের সম্পদ তুলবে এবং আরেকটি দেশের কাছে তারা তা বিক্রি করবে, এটা কী করে হয়?’

তিনি আরও বলেন, ‘আমরা যে কাজ করতে চাই, সেটা মানসম্পন্ন হওয়া চাই। আমি বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আপনারা বলেছেন, এটা নির্মাণ করতে আমাকে টাকাও দিতে হবে। আমার পক্ষ থেকে যেটা করণীয় সেটা আমি করবো। আপনাদেরও উদ্যোগ নিতে হবে। আপনাদের অনেক লোক আছে তারাও এগিয়ে আসতে পারে।’

প্রধানমন্ত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘আমরা অনেকগুলো টিভি মিডিয়া করে দিয়েছি। আপনাদেরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনারা স্বাধীনভাবে কাজ করছেন, যদিও আমাদের প্রতিপক্ষ বলেন সংবাদপত্রের ও সাংবাদিকদের স্বাধীনতা নেই। যদি স্বাধীনতা না থাকবে তবে আপানারা এসব কথা কিভাবে বলেন?’

তিনি আরও বলেন, ‘টিভিতে রাতে যেসব টকশো হয় তা শুনলে মনে হয় না যে, দেশে সাংবাদিকদের স্বাধীনতা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই সাধারণ মানুষ কিছু না কিছু পায়। আপনারা সাংবাদিকরাও এর বাইরে নন।’

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের জমি বরাদ্দসহ সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধুর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।

/ইএইচএস/এসএনএইচ/ এপিএইচ/

আরও পড়ুন: 

‘দেশে অনলাইন বাড়ছে, পত্রিকার গুরুত্ব কমছে’

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী