X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ইঙ্গিত করে সন্ত্রাসবাদের প্রতি নিন্দা জানিয়েছে বিমসটেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ২১:২৫আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২১:২৬

বিমসটেক পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে সন্ত্রাসবাদকে চরম নিন্দা জানিয়েছেন বিমসটেকের শীর্ষ নেতারা। তারা বলেছেন, ‘‘সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ‘রাষ্ট্রগুলো’কে চিহ্নিত করা উচিত। যেসব রাষ্ট্র সন্ত্রাসবাদে উৎসাহিত করে, সমর্থন করে, সন্ত্রাসে অর্থায়ন করে এবং সন্ত্রাসীদের আশ্রয় দেয়, সেসব রাষ্ট্রকে  চিহ্নিত করে তাদের দায়ী করা উচিত।’ গত সপ্তাহে ভারতের গোয়াতে বিমসটেক লিডারস রিট্রিট ২০১৬ আউটকাম ডকুমেন্টে এসব কথা উল্লেখ করা হয়েছে বলে জানালেন সরকারের একজন কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, ‘ভারত বিমসটেক সদস্য দেশগুলোর সঙ্গে এ আউটকাম ডকুমেন্ট নিয়ে আগে থেকে আলোচনা করেছে। ভারত সম্প্রতি সন্ত্রাসবাদের শিকার। এ জন্য ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি। এ আউটকাম ডকুমেন্টে পাকিস্তানকে ইঙ্গিত করা হয়েছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘‘সদস্য দেশগুলোর মধ্যে প্রাথমিক আলোচনার পরে একটি দেশ ডকুমেন্টে ‘রাষ্ট্রগুলো’ শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব করা হয়। তারা যুক্তি দেখিয়েছিলেন, কোনও রাষ্ট্র সন্ত্রাস করে না বরং বিভিন্ন সংস্থা যেমন ইসলামিক স্টেট বা আল-কায়েদা সন্ত্রাসী কার্যক্রম করে।’’ কিন্তু পরে তা গ্রহণ করা হয়নি বলে তিনি জানান।

উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড বিমসটেকের সদস্য।

সরকারের ওই কর্মকর্তা বলেন, ‘আউটকাম ডকুমেন্টে বিমসটেকের সব দেশ আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং সমন্বয় বাড়ানোর বিষয়ে তাদের সংকল্প ব্যক্ত করেছেন।’

শুধু তাই নয়, ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটকাম ডকুমেন্টেও সন্ত্রাসবাদকে চরমভাবে নিন্দা জানানো হয়।

প্রসঙ্গত, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ব্রিকস-এর সদস্য।

/এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা