X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘শ্রেষ্ঠ রিপোর্টিং’ সম্মাননা দেবে ডিআরইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৬, ১৭:১১আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৭:১১

‘শ্রেষ্ঠ রিপোর্টিং’ সম্মাননা দেবে ডিআরইউ পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছরের মতো এবারও ‘শ্রেষ্ঠ রিপোর্টিং’এর জন্য সম্মাননা দেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও রেডিও- এই চারটি বিভাগে ডিআরইউ সদস্যরা এই সম্মাননার জন্য আবেদন করতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে ডিআরইউ জানায়, এ বছর মোট ২৬টি বিষয়ে সেরা রিপোর্টিংয়ের জন্য পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের নাম ‘ওয়ালটন-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৬’। প্রতিটি অ্যাওয়ার্ডের আর্থিক মূল্যমান ৫০ হাজার টাকা। এ ছাড়া সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হবে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে অ্যাওয়ার্ডের বিষয়গুলো হলো, শিক্ষা, মুক্তিযুদ্ধ, অবজেকটিভ ইকোনোমি, নগরীর সমস্যা ও সম্ভাবনা, অপরাধ ও আইন-শৃঙ্খলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি খাত, বৈদেশিক সম্পর্ক (কূটনীতি ও জনশক্তি), ক্রীড়া, স্বাস্থ্য, রাজনীতি ও বিচার ব্যবস্থা, কৃষি, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি, আর্থিক খাত (ব্যাংক ও পুঁজিবাজার) ও নারী ও শিশু অধিকার। টেলিভিশন রিপোর্টিংয়ের ক্ষেত্রে অর্থনীতি, নগরীর সমস্যা ও সম্ভাবনা, অপরাধ ও আইনশৃঙ্খলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,   ক্রীড়া, সুশাসন ও দুর্নীতি, মানবাধিকার ও স্বাস্থ্য। অনলাইন রিপোর্টিংয়ে দেওয়া হবে মানবাধিকার এবং উন্নয়ন ও সম্ভাবনা বিভাগে। আর রেডিওর ক্ষেত্রে যেকোনও বিষয়ে বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য সম্মাননা দেওয়া হবে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে প্রকাশিত ও প্রচারিত রিপোর্ট অ্যাওয়ার্ডের জন্য জমা দেয়া যাবে। একজন সদস্য সর্বাধিক তিনটি বিষয়ে রিপোর্ট জমা দিতে পারবেন। আগামী ৩০ অক্টোবর বিকাল ৫টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিতে হবে।

/এআরএল/

আরও পড়ুন: 

‘দরিদ্রদের তালিকা পাঠান, ঘর করে দেবো’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের