X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বনানী ও মিরপুরে বেজমেন্টের ৪১ দোকান উচ্ছেদ করলো রাজউক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ২১:৪০আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২১:৪৬

রাজউক আবাসিক এলাকা এবং গাড়ি রাখার স্থানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে বুধবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে বনানী ও মিরপুরের রোকেয়া সরণীতে ৪১টি দোকান ও শোরুম, গোডাউন, উচ্ছেদ করেছে রাজউক। উচ্ছেদ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারটি বনানীর ও বাকিগুলো মিরপুর এলাকার। অভিযানে বনানীর ফুটপাতের ওপর নির্মিত ১২টি র‌্যাম্পও ভেঙে দেওয়া হয়েছে।
রাজউক জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বনানী আবাসিক এলাকায়। অভিযানে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম  পরিচালনার দায়ে  এফ ব্লকের ০৯ নম্বর সড়কের ৬৬ নম্বর প্লটের ‘বিউটি লাচ্ছি ফালুদা’, ব্লক-জি’র ৮ নম্বর সড়কের ১৫ নম্বর প্লটে ‘প্রিমিয়াম সুইটস’ ও ‘সিপি ফাইভস্টার’ নামক ৩ টি ফাস্টফুডের দোকান এবং একই ব্লকের ৯/১০ নম্বর সড়কের ৩০ নম্বর প্লটের ‘কানিসকা ডিজাইন ওয়্যার’ নামের একটি পোশাকের শো-রুম ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বিভিন্ন ভবনের সামনের ফুটপাতের উপর নির্মিত অবৈধ ১২ টি র‌্যাম্প অপসারণ করা হয়।
মিরপুর-১০ নম্বর থেকে বেগম রোকেয়া সরণীতে আরেকটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান। এ সময় ১০/বি শাহআলী বহুমুখী সমবায় লিমিটেড মার্কেট ভবনের ভূতলে (বেজমেন্ট) অবৈধভাবে নির্মিত ১৮টি দোকান, তিনটি গোডাউন, তিনটি সিকিউরিটি গার্ডের রুম, একটি বিদ্যুতের সাব-স্টেশন খালি করে সিলগালা করে দেওয়া হয়। সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎসহ অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

হোল্ডিং ৩/৩ এর কার পার্কিংয়ের জায়গায় পরিচালিত স্যামসাং মোবাইল ফোনের একটি শোরুম ভেঙে দেওয়া হয়। নকিয়া এবং অপপো মোবাইল ফোনের দু’টি শোরুম সিলগালা করে এসব দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। হোল্ডিং ৪, ৫ ও ৬ এর পর্বতা টাওয়ারের বেজমেন্টে পরিচালিত তিনটি দোকানের মধ্যে এইএস ফটোগ্রাফি ও সাইন কর্নার নামের দু’টি দোকান সিলগালা এবং আরএসএস এন্টারপ্রাইজের একটি অফিস রুম অপসারণ করা হয়।

রোকেয়া সরণীর ৭ নম্বর হোল্ডিংয়ের প্রেয়সী টাওয়ারের বেজমেন্টে অবৈধভাবে পরিচালিত দু’টি পোশাকের শোরুম কালার ও নিউলুক সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৮ নম্বর হোল্ডিংয়ের সুমন প্লাজার কার পার্কিং এলাকায় পরিচালিত হুয়াই, টপটেন ও গ্রামীণ ফোনের শোরুম ভেঙে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৯ নম্বর হোল্ডিংয়ের বেজমেন্টে পরিচালিত একটি গোডাউন নিজ উদ্যোগে সরিয়ে নেন এর মালিক।

রাজউক এর এই উচ্ছেদ কার্যক্রমে  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে।

/ওএফ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা