X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গেম খেলেই সময় কাটছে শিশু জান্নাতুলের

জামাল উদ্দিন ও আমিনুল ইসলাম বাবু
২৬ অক্টোবর ২০১৬, ২১:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২১:৫৬

শিশু জান্নাত

শরীরের বিভিন্নস্থানে এখনও গৃহকর্ত্রীর নির্যাতনের দাগ। মাথায় সাদা ব্যান্ডেজ। মঙ্গলবারই শিশুটির মাথায় সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা।

বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৬০৯ নম্বর কেবিনে গিয়ে দেখা যায়, বেডে বালিশে হেলান দিয়ে স্মার্টফোনে গেম খেলছিল শিশু জান্নাতুল ফেরদৌস। কেমন আছ জানতে চাইলেই সোজা জবাব, ‘ভালো’। আর কোনও জবাব নেই। আবার গেমের দিকেই মনোযোগ। গাজীপুরের জয়দেবপুরের এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয় শিশুটি।

শিশুটির মা ফিরোজা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, গাজীপুরের জয়দেবপুরের ওমর ফারুক ও মনি বেগম নামের এক দম্পতির কাছে প্রায় এক বছর আগে নয় বছরের শিশু সন্তানকে গৃহকর্মী হিসেবে কাজে দেন। ওমর ফারুকের ভায়রা মোস্তফা সরদার আবার ফিরোজার খালাতো ভাই। সেই পরিচয়ের সূত্র ধরেই তিনি মেয়েকে কাজে দিয়েছিলেন। গত কোরবানি ঈদের পরদিন শিশুটি নির্মম নির্যাতনের শিকার হয় ওই দম্পতির হাতে। পরে মোস্তফা সরদার শিশুটিকে চাঁদপুরে নিয়ে প্রথমে স্থানীয় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার কোনও পরিবর্তন না হলে তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপরই গণমাধ্যমে শিশুটির নির্যাতনের খবর প্রকাশ পায়। পরে উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের এক তারিখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার দুপুরে জান্নাতুলের মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর কিছু সময় তাকে পোস্ট অপারেটিভের কেবিনে রাখা হয়েছে। তিনিসহ চারজন চিকিৎসক উপস্থিত থেকে মাথার খুলি থেকে চামড়া সম্পূর্ণ আলাদা করে শিশুটির মাথায় অস্ত্রোপচার করেন। আগামী কয়েকদিনের মধ্যেই শিশুটি হাসপাতাল থেকে বাড়ি যেতে পারবে।

শিশুটির মা ফিরোজা বেগম জানান, বাড়ি যাওয়ার জন্য বায়না ধরলেই তার শিশুর ওপর নির্যাতন চালাতো ওমর ফারুকের পরিবার। গরম ইস্ত্রি ও খুন্তি দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিতো ওই দম্পতি।

ঘটনার পর দায়ের করা মামলায় ওমর ফারুক, মনি বেগম ও মোস্তফা সরদার গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। প্রতিবেশি শাহজাহান ভুঁইয়া বাদী হয়ে এ তিনজনকে আসামী করে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা