X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

আমি কারও কাছে কোনও পদ চাইনি: সোহেল তাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ২২:৪৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ২৩:৪১

সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আওয়ামী লীগের কোনও পদ প্রত্যাশা করেননি বলে বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন। তিনি জানান, সম্মেলনের কারণে তার দেশে ফেরার ধারণাটি সঠিক নয়। তিনি রাজনীতিতে সক্রিয় না থকার কারণে কারও কাছে কোনও পদ চাননি বলে উল্লেখ করেন।
সোহেল তাজ তার স্ট্যাটাসে লেখেন, ‘আপনাদের মন্তব্য এবং পত্র-পত্রিকার কিছু সংবাদ পড়ে, আর গণমাধ্যমের কিছু সংবাদ দেখে আমার কাছে মনে হয়েছে যে, অনেকের ধারণা, আওয়ামী লীগের সম্মেলনে আমাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। এ বিষয়ে অনেক বিভ্রান্তিকর খবরও প্রকাশিত হয়েছে এবং এটাও প্রচারিত হয়েছে যে, আমি দেশে ফিরেছি সম্মেলনের কারণে।’ আমি স্পষ্টভাবে বলতে চাই, ‘এসব ধারণা সঠিক নয়। আমি কারও কাছে কোনও পদ চাইনি এবং আশাও করিনি। কারণ, বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় নই।’
গণমাধ্যমকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আমার প্রতি যে ভালবাসা এবং অনুভূতি আপনারা প্রকাশ করেছেন, সে জন্য আমি অভিভূত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা।’
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সোহেল তাজকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আলোচনা ছিল। সম্মেলনের ঠিক আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন। এর আগে গাজীপুর জেলা আওয়ামী লীগ থেকে তাকে কাউন্সিলর করা হয় এবং কউন্সিলর হিসেবে তিনি সম্মেলনে যোগ দেন। এদিকে ঢাকায় ফিরে তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার বাসভবনে একাধিকবার দেখাও করেন।
সম্মেলনের পর সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীসহ মোট ৪৩টি পদে নেতাদের নাম প্রকাশ করা হয়েছে। সেখানে তার স্থান হয়নি। তবে ৩৮টি পদে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি।

সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাস
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দিন আহমেদের একমাত্র পুত্র সোহেল তাজ আওয়ামী লীগের ২০০৮ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে সরকারের মন্ত্রিসভায় যোগ দেন। তবে এর পাঁচ মাসের মাথায় ২০০৯ সালের ৩১ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রে চলে যান। তবে দীর্ঘদিন তার পদত্যাগ পত্র গ্রহণ না করে, তাকে দফতরবিহীন প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়। এরপর তিনি মন্ত্রী পরিষদ বিভাগে এ নিয়ে চিঠি দিলে তার পদত্যাগ পত্র গৃহীত হয়। ২০১২ সালের ২৩ এপ্রিল জাতীয় সংসদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। পরে ওই আসনে তার বোন সিমিন হোসেন সাংসদ নির্বাচিত হন।
সোহেল তাজ বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এদিকে এ বছর জানুয়ারির মাঝামাঝি সোহেল তাজ ঢাকায় ফিরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। এরপর গণমাধ্যমে তার রাজনীতিতে ফেরার বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং সম্মেলনের সময় এই আলোচনা আরও জোরালো হয়।
ইএইচএস /এপিএইচ/
আরও পড়ুন: 

জনগণের সমস্যা সরকারকে জানানো দলের দায়িত্ব

রিজার্ভ চুরি: মামলার তদন্তে বিলম্ব যে কারণে

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শরণার্থী আবেদন করা ব্যক্তিকে ইউরোপে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে: ইইউ
শরণার্থী আবেদন করা ব্যক্তিকে ইউরোপে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে: ইইউ
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন