X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইউজিসি থাকছে না, `উচ্চশিক্ষা কমিশন' চূড়ান্ত

এসএম আব্বাস
২৫ নভেম্বর ২০১৬, ১৩:২৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ০৯:২৬

ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আর থাকছে না। রূপান্তরিত হয়ে এর নাম হচ্ছে `উচ্চশিক্ষা কমিশন'। প্রতিষ্ঠানটির পরিসর ও ক্ষমতা বাড়াতে `উচ্চশিক্ষা কমিশন আইন-২০১৬' খসড়া চূড়ান্ত করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শিগগিরই এই খসড়া উত্থাপন করা হবে। খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদনের পর আইন আকারে পাশের জন্য যাবে জাতীয় সংসদে।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিসভার নিয়মিত যেকোনো বৈঠকে এই খসড়া উত্থাপন করবে। প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।’  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শক্তিশালী  করতে ও এটিকে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উচ্চ শিক্ষা কমিশন করার প্রক্রিয়া নেওয়া হয় ২০১০ সালে। ইউজিসি সরকারকে কশিমন গঠনের প্রস্তাবও দেয় ওই সময়। এরপর আইনের খসড়া তৈরি করে ইউজিসি ২০১২ সালে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। এরপর অংশীজনের মতামত নিয়ে দফায় দফায় খসড়া সংশোধন করে মন্ত্রণালয়। শেষ পর্যন্ত গত ২০ নভেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় আইনের খসড়াটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

যুগ্ম-সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার বাংলা ট্রিবিউনকে আরও বলেন, সচিব কমিটির সভায় খসড়াটি অনুমোদিত হয়েছে। এখন মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিসভার নিয়মিত যেকোনও বৈঠকে এটি উত্থাপন করবে অনুমোদনের জন্য।  মন্ত্রিসভা অনুমোদন দিলে আইন আকারে পাশ করার জন্য যাবে জাতীয় সংসদে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা কমিশন আইনের খসড়া অনুযায়ী কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। তবে এর কাজের ক্ষেত্র আরও শক্তিশালী হবে।

আরও জানা গেছে, উচ্চশিক্ষা কমিশনের আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কমিশনের দায়িত্ব পালনে মৌলিক কোনও তফাত থাকবে না। 

ইউজিসির খসড়ায় কমিশন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে রাখার প্রস্তাব ছিল। স্বাধীনভাবে প্রশাসনিক ও আর্থিক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতাও চাওয়া হয়েছিল। তবে মন্ত্রণালয়ের আওতায় থাকলেও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের সুযোগ রাখা হয়েছে চূড়ান্ত খসড়ায়।

খসড়া চূড়ান্ত হওয়ার কয়েকদিন আগে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ‘কমিশন গঠনের প্রস্তাবে স্বায়ত্তশাসনও চাওয়া হয়েছিল। দেখা যাক চূড়ান্ত খসড়ায় কী আসে?’

উচ্চশিক্ষা কমিশন স্বায়ত্তশাসন পাচ্ছে কিনা জানতে চাইলে মো. বেলায়েত হোসেন তালুকদার বলেন, ‘স্বায়ত্তশাসন থাকলেও কোনও কোনও প্রশাসনের আওতায় তো থাকবে। তবে সরকার চায় উচ্চশিক্ষা কমিশনকে শক্তিশালী করতে।’

আরও পড়ুন- 

সরকারি ওয়েবসাইট ‘হ্যাক’ হওয়ার নেপথ্যে
মোদি-মমতার নোটযুদ্ধে তিস্তা নিয়ে ফের সংশয়

/এসএমএ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া