X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ত্রুটি সারিয়ে বুদাপেস্টের পথে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৬, ১৯:৫৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ২০:৪১

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানটি ত্রুটি সারিয়ে বিশেষ ফ্লাইট তুর্কমেনিস্তান থেকে বুদাপেস্টের পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটের দিকে তুর্কমেনিস্তান আশগাবাদ বিমানবন্দর থেকে থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বাংলাদেশ সময় দুপুর ২টা১৫ মিনিটের দিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ‘রাঙ্গা প্রভাত’ উড়োজাহাজ প্রধানমন্ত্রীকে নিয়ে  সকাল ৯ টা ১৪ মিনিটের দিকে ঢাকা থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে বিমানটির যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ সময় দুপুর ২টা১৫ মিনিটের দিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদে অবতরণ করে। এই ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জনযাত্রী, ০৪ জনককপিট ক্রু, ২০ জন কেবিন ক্রু এবং ০৪ জন এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার ছিলেন। এয়ারক্রাফ্টটি আশগাবাদে অবতরণের পর ডিউটিরত ইঞ্জিনিয়াররা  মেরামত করেন।

শাকিল মেরাজ বলেন, ‘ঢাকা থেকে লন্ডনগামী বিমানের অন্য একটি সিডিউল ফ্লাইট বিজি-০০১ ‘আকাশপ্রদীপ’কে যাত্রাপথ পরিবর্তন করে আশগাবাদে পাঠানো হয়। সেই বিমানটিও বাংলাদেশ সময় বিকেল ০৪ টা ১০ মিনিটে সেখানে অবতরণ করে। বিজি ০০১ ফ্লাইটকে ভিভিআইপি ফ্লাইটের ব্যাকআপ কভারেজ দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে সেখানে পাঠানো হয়। তবে পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট (বিজি ১০১১) ‘রাঙ্গা প্রভাত’-এর যান্ত্রিক ত্রুটি মেরামত  করে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে আশগাবাদ থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে। আশা করি, ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ১১ টায় বুদাপেস্ট পৌঁছাবে।

এদিকে ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটিতে ত্রুটির সংকেত পাওয়ায় পাইলট বিমানটিকে তুর্কমিনিস্তানের রাজধানী আসকাবাদে নিরাপদে অবতরণ করান। সেখানে প্রায় চার ঘণ্টা অবস্থান করার পর বাংলাদেশ সময় ৬টা ৪৪ মিনিটে বিমানটি আবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে রওনা করেছে। সেখানে অবস্থান করার সময় সেদেশের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ অনেক আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সার্বিক খোঁজখবর নেন।’

/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!