X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘নিয়ম না মেনে মেডিক্যাল কলেজ চালালে বন্ধ করে দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ০০:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ০০:৫৪

স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মেডিকেল কলেজ কোন চাইনিজ রেস্টুরেন্ট নয়। যেভাবে খুশি সেভাবে চালানো যাবে না। যারা নিয়ম মেনে বেসরকারি মেডিকেল কলেজ চালাতে পারবেন না, তারা বন্ধ করে দিন।  নয়তো সরকার বন্ধ করে দিতে বাধ্য হবে। ’ বুধবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজিস অ্যান্ড ইউরোলজিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) প্রথম পকল্প ‘এনআইকেডিইউ-সান্ডুর’ ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণের স্বাস্থ্য সেবা নিয়ে রাজনীতি করবেন না।  কারও রাজনীতি করার ইচ্ছা থাকলে রাজনীতির মাঠে যান। সরকারি হাসপাতালে বেশি সময় দেবেন।  যাতে দেশের সাধারণ মানুষদের বেশি সেবা দিতে পারেন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিডনি রোগ এমন একটি রোগ যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। হাজার হাজার মানুষ ডায়ালাইসিসের অভাবে মৃত্যু বরণ করে। সম্পদের সীমাবদ্ধতার করণে আমরা সাধারণ মানুষকে পর্যাপ্ত ডায়ালাইসিস সেবা দিতে পারতাম না।  তবে সেই সমস্যার সমাধান হয়ে গেছে।  পিপিপির মাধ্যমে কিডনি হাসপাতালে ৭০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের কাজ চলছে।  ইতোমধ্যে ১৪ স্থাপন হয়েছে। এসব মেশিনে মাত্র ৪শ টাকায় রোগিরা ডায়ালাইসিস করাতে পারবেন। ’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের কিডনি রোগীদের চিকিৎসা সেবা বাড়াতে এই হাসপাতালকে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।  আশা করছি এসব কাজ দ্রুত সম্পন্ন হবে।’

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজিস অ্যান্ড ইউরোলজি’র পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল হুদা লেলিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসার এইচ উদ্দিন, সান্ডুর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ প্রাইভেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব সিন্ধী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনের ফাস্ট সেক্রেটারি প্রসন্য মুখার্জিসহ অন্যরা।

/জেএ/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!