X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১ ডিসেম্বর ১৯৭২: জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির পক্ষে রায়

উদিসা ইসলাম
০১ ডিসেম্বর ২০১৬, ১১:৩৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০৯:০০

১৯৭২ সালের ১ ডিসেম্বরের পত্রিকা ছিল বিস্ময়ের। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির পক্ষে রায় আসে সেদিন। জাতিসংঘের সাধারণ পরিষদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাস হয়। এরপর আনুষ্ঠানিতাই বাকি ছিল কেবল।  

১৯৭২ সালের ১ ডিসেম্বরের পত্রিকা

দৈনিক বাংলা ও ইত্তেফাক পত্রিকার সেদিনের প্রথম পাতা জুড়ে ছিল বড় একটা অংশই ছিল এ সংক্রান্ত খবরের। বাংলাদেশের জাতিসংঘে ভুক্তির পক্ষে রায়, জাতিসংঘের সাধারণ পরিষদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাস হয়েছে। গুরুত্বপূর্ণ সংবাদ ছিল, পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের স্বদেশ প্রত্যাবর্তনের পর জানানো হয়, জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি পরিস্থিতি স্বাভাবিক করবে। 

ইত্তেফাকের প্রধান খবরে বলা হয়, ‘জাতিসংঘে বাংলাদেশকে অন্তর্ভূক্তিকরণের আহ্বান জানাইয়া গতকাল সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে এক প্রস্তাব গৃহীত হয়। কিন্ত চীন এই মর্মে নোটিশ প্রদান করে যে, যুদ্ধের সকল পাকিস্তানি যুদ্ধবন্দিকে পাকিস্তানে ফেরত না পাঠানো পর্যন্ত বাংলাদেশের আবেদনে ভেটো প্রদান অব্যাহত রাখিবে।’

১০২ জাতিবিশিষ্ট সাধারণ পরিষদে বিনা ভোটে একইসঙ্গে দুটি প্রস্তাব গৃহীত হয়। প্রথম প্রস্তাবে বাংলাদেশকে অবিলম্বে জাতিসংঘের সদস্যপদ দানের সুপারিশ করা হয়। আর্জেন্টিনা কর্তৃক গৃহীত আরেকটি প্রস্তাবও একই সঙ্গে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

১৯৭২ সালের ১ ডিসেম্বরের পত্রিকা

দৈনিক বাংলায় প্রকাশিত খবরে বলা হয়, ‘বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের আশু জাতিসংঘভুক্তির আহ্বান জানিয়ে একটি সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবটির ওপর কোনোরকম ভোটাভুটি হয়নি।…এতে পাকিস্তানে আটক পড়া বাঙালিদের ও পাকিস্তানি যুদ্ধবন্দিদের স্বদেশ প্রত্যাবর্তনে মানবিক সমস্যাসহ উপমহাদেশের অমীমাংসিত সমস্যাবলী সমাধানের আহ্বান জানানো হয়।’

পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের বরাত দিয়ে লেখা হয়, ‘জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি এই উপমহাদেশের রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে সহায়ক হইবে।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধবন্দি প্রশ্নে বাংলাদেশ ইহার নীতিতে বহাল থাকিবে।’ পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘উপমহাদেশের পরিস্থিতি স্বাভাবিকীকরণের প্রশ্নটি কেবল বাংলাদেশকে জাতিসংঘের সদস্য করার পরেই শুরু হইতে পারে।’ ১৯৭২ সালের ১ ডিসেম্বরের পত্রিকা

গবেষকরা বলছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের আগে থেকেই বাংলাদেশের পররাষ্ট্রনীতির সূচনা। প্রকৃতপক্ষে মুজিবনগর সরকারই প্রথম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন আদায়ের লক্ষ্যে বাইরের রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে। ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকে।

দৈনিক বাংলা’র এক সাক্ষাৎকারে তাজউদ্দিন আহমদ বলেছিলেন, ‘১৯৭১ সালের ৯ আগস্ট সম্পাদিত ঐতিহাসিক ভারত-সোভিয়েত মৈত্রী ও সহযোগিতা চুক্তিই ছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাকে স্বীকৃতিদানের প্রথম ভিত্তি। এটি ছিল বর্তমান বিশ্বের কূটনীতির ক্ষেত্রে শ্রীমতি ইন্দিরা গান্ধীর অসাধারণ সাফল্য।’

ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতিসংঘ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশেকে কেবল স্বীকৃতি দিতে চেয়েছে তাই নয়, সর্বসম্মতিক্রমে সেটি পাস হয়েছে মাত্র একবছরের মাথায়। কেবল চীন সেসময় বাগড়া দিলে সেটি বড় কোনও বিষয় ছিল না।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের যুদ্ধের কৌশল ও দক্ষতা এবং এই যুদ্ধের গণহত্যা নিয়ে বিশ্ববাসী স্তম্ভিত ছিল। সেকারণে সর্বসম্মতিতে প্রস্তাবটি পাস হওয়া কঠিন হয়নি। তবে শক্তিশালী ও চৌকষ পররাষ্ট্রনীতিকে হেয় করার কোনও সুযোগ ছিল না।’

ছবি সৌজন্য: আইসিএসএফ এবং সিবিজিআর।

/ইউআই/এফএস/ 

সম্পর্কিত
নানা আয়োজনে রাজধানীবাসীর বিজয় উদযাপন
বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা
জাবিতে আলোকচিত্র প্রদর্শনী
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা