X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

ফুলবাড়িয়ায় শিক্ষক মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ১৮:১৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৪

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের পিটুনিতে শিক্ষক নিহতের ঘটনায় তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তঃবিভাগীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফুলবাড়িয়ায় শিক্ষক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরবান কমিউনিটি ভলেন্টিয়ার ডেভলপমেন্ট প্রোগ্রামের আওতায় দুর্যোগ মুহূর্তে দ্রুত উদ্ধার ও সার্বিক ব্যবস্থাপনায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ৩২ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।’

ফায়ার সার্ভিস সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের কাছে দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল। আগে একটা প্রবাদ ছিল আগুন নেভার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এখন যুগোপযোগী হয়ে উঠেছে অগ্নিসেনারা।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় ৩০০ স্বেচ্ছাসেবককে অগ্নি নির্বাপণ, বিধ্বস্ত ভবনে অনুসন্ধান, উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী স্বেচ্ছাসেবকদের সনদপত্র বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেরাজ মোল্লা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল ও সেভ দ্যা চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা