X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউন বৈঠকি

‘ভূমির অধিকারের চেয়েও আত্মনিয়ন্ত্রণ অধিকার জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১২:৪৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১২:৪৬

 

 

সঞ্জীব দ্রং

রাষ্ট্র যা কথা দিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য তার কোনও কথা রাষ্ট্র বা সরকার রাখেনি। আমরা আদিবাসী অধিকারের কথা বলি, সেটা আসলে মানুষের অধিকারের কথা বলি। আদিবাসীদের ভূমির অধিকারের চেয়েও আত্মনিয়ন্ত্রণ অধিকার দরকার। বাংলা ট্রিবিউন আয়োজিত ‘অধিকার: সংখ্যালঘু সংঘ্যাগুরু’ শীর্ষক বৈঠকিতে আদিবাসী নেতা সঞ্জীব দ্রং একথা বলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশে আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। রাষ্ট্র কারও পরিচয়, জাতিসত্তা চাপিয়ে দিতে পারে না।

সঞ্জীব দ্রং বলেন, তার সব আদিবাসীকে মানবাধিকার দিতে হবে। আমাদের সমাবেশে অনেক বাঙালি রাজনৈতিক এসেছেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, আদিবাসীর প্রয়োজন স্বশাসন। ভারতসহ পৃথিবীর অনেক দেশে তেমন আছে। দুঃখজনক হিসেবে বলতে হয়, বাংলাদেশে আদিবাসীদের সংখ্যালঘুর পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে। ১৭ কোটি কেন সংখ্যা কমে গেল। গোবিন্দগঞ্জে ঘরে সাঁওতালদের বন্দি করে রাখা হয়েছে, বের করলেই তারা থাকবেন না।

 বর্তমান সরকার কিছু ইশতেহার দিয়েছিল কিন্তু এসব বাস্তবায়িত হয়নি। বরং আদিবাসী পাহাড়ির জন্য অনেক চালাকি করা হয়েছে। নাগরিক সমাজ, মিডিয়া, বুদ্ধিজীবীদের অংশ তাদের সঙ্গে আছে কিন্তু রাষ্ট্র এবং সরকার সকল অধিকারকে সম্মান করবে এমন জায়গায় যেতে পারিনি।

বাংলা ট্রিবিউন আয়োজিত বৈঠকিতে আলোচনা করছেন এর সঙ্গে সম্পৃক্ত অধিকারকর্মী, গবেষক, আইনজীবী থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ে যারা নিরন্তর কাজ করছেন তারা। মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী রুমীন ফারহানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম এবং জোবাইদা নাসরীন, আদিবাদী নেতা সঞ্জীব দ্রং ও রবীন্দ্রনাথ সরেন এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

‘অধিকার: সংখ্যালঘু ও সংখ্যাগুরু’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করবে বেলা ১১টা ১০ মিনিট থেকে। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি