X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সংবিধান মেনে চলার বিকল্প নেই: রুমীন ফারহানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৭

  রুমীন ফারহানা

 

বাংলাদেশ সংবিধানে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে রয়েছে, কিন্তু অন্যরা সমান মর্যাদা অধিকার ভোগ করবে এটিও উল্লেখ রয়েছে। সংবিধানে রাষ্ট্রধর্ম থাকতেই হবে এমন কথা নেই। রাষ্ট্রের মূলনীতি অসাম্প্রদায়িকতা। সংবিধানের ১২তম ধারায় বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না এটা বিভান্তি তৈরি করে। বাংলা ট্রিবিউন কার্যালয়ে আয়োজিত অধিকার সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিশেষ বৈঠকিতে সুপ্রিম কোর্টের আইনজীবী রুমীন ফারহানা এ কথা বলেন।

তিনি বলেন, সরকার আসে সরকার যায়। কিন্তু নীতিগত জায়গায় ঠিক থাকতে হবে। বিভিন্ন সময়ের তথ্য তুলে ধরে রুমীন বলেন, ২০০১ সালে ব্যাপক সংখ্যক নির্যাতন হয়েছে, রামু, পাবনা, যশোর, মালোপাড়া, নাসিরনগর। এটা ৯০ থেকে ধারাহিকভাবে চলে আসছে। অত্যাচারের যে চেহরা এটা একরকমই,  সেটা হচ্ছে ধর্ষণ, খুন, উপসনালয় ধ্বংস। তিনি বলেন,  এখানে সংখ্যাগুরুদের যে বিষয়টি কাজ করে তা হচ্ছে, এদের সম্পত্তি ওপর এক ধরনের অধিকার আছে। তারা মনে করেন,  ভোট চলে গেলে ভূমি আমার।

রুমীন বলেন, নাফ নদীর ওপারে যারা সংখ্যালঘু তারা কিন্তু এপারে সংখ্যাগুরু। রাষ্ট্র যদি সংবিধান সঠিকভাবে মেনে চলে এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, তাহলে ফায়দা লোটার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এতেই সম্ভব হলে প্রেক্ষাপট বদলে যাবে।

বাংলা ট্রিবিউন আয়োজিত নিয়মিত বৈঠকিতে আলোচনা করছেন এর সঙ্গে সম্পৃক্ত অধিকারকর্মী, গবেষক, আইনজীবী থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ে যারা নিরন্তর কাজ করছেন তারা। মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী রুমীন ফারহানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম এবং জোবাইদা নাসরীন, আদিবাদী নেতা সঞ্জীব দ্রং ও রবীন্দ্রনাথ সরেন এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

‘অধিকার: সংখ্যালঘু ও সংখ্যাগুরু’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করবে বেলা ১১টা ১০ মিনিট থেকে। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!