X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিলেকশন গ্রেডের দাবি ৪০ হাজার সুবিধাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:২০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:২৪

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নজরুল ইসলাম সরকারের উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত সুবিধাবঞ্চিত ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীর পক্ষে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দাবি করেছে ‘গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। এ সময় সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়,  অর্থ বিভাগ আদালতকে পাশ কাটিয়ে সময়ক্ষেপণ করে আর্থিক হয়রানি করা হচ্ছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর নেতারা এক মতবিনিময় সভায় তারা আর্থিক হয়ারানি বন্ধের এ দাবি জানান।

মত বিনিময় সভায় সংগঠনের মহাসচিব মো. নজরুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালতের রায় বাস্তবায়নে বারবার পাশ কাটিয়ে গেছে অর্থ বিভাগ। হাইকোর্টের রায় ও আপিলে হেরে লিভ টু আপিল দায়ের করে অর্থ বিভাগ। এখন লিভ টু আপিল মামলায় হাজিরা দিচ্ছেন না অর্থসচিব। ইতোমধ্যে আদালতের কাছে ২৩ বার সময় নেওয়া হয়েছে। আগামী ৬  ডিসেম্বর লিভ টু আপিলের শুনানিতেও সময় চাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, রায় বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে গত ১৮ জানুয়ারি পাঠানো এ সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন হচ্ছে না বলে আদালতের কাছে তথ্য উপস্থাপন করে সময় নেওয়া হচ্ছে। অন্যদিকে সময়ক্ষেপণ করে ‘উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব বাজেটে নিয়োগ, নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ আইন-২০১৬‘ খসড়ায় দায়মুক্তির বিধান যুক্ত আইনটি পাসের চেষ্ট করা হচ্ছে।

মো. নজরুল ইসলাম  বলেন, ‘প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল-সিলেকশন গ্রেড নিশ্চিত করতে উচ্চ আদালতের রায় মানছে না অর্থ বিভাগ।’

মত-বিনিময় সভায় বলা হয়, ২০০৮ সালের ২৪ মার্চ ও ২০১১ সালের ২২ সেপ্টেম্বর দু’টি আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। ওই আদেশে বলা হয়, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই ।’ এরই পরিপ্রেক্ষিতে সংগঠনটির মহাসচিব বলেন, ‘এই আদেশের বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গেলে আদালত অর্থ বিভাগের আদেশ দু’টি বে-আইনি ও অকার্যকর ঘোষণা করেন।’ তিনি আরও বলেন,  ‘হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রায় বঞ্চিত কর্মচারীদের পক্ষে গেলে রিভউ আবেদন করে অর্থ বিভাগ। রিভিউ মামলায় হেরে লিভ টু আপিল দায়ের করে। এখন লিভ টু আপিলেও বারবার সময় নিচ্ছে অর্থ বিভাগ। কর্মচারীদের মধ্যে দিন দিন হতাশা ও ক্ষোভ বাড়ছে।’

/এসএমএ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!