X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আলাদা বিমান চান না প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২১:৩২

শেখ হাসিনা নিজের জন্য আলাদা বিমান কেনাকে বিলাসিতা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তার জন্য আলাদা বিমানের প্রয়োজন নেই। শনিবার বিকালে হাঙ্গেরি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমানের প্রয়োজন নেই। বিলাসিতা করার অবস্থা আমাদের এখনও আসেনি।’
তুর্কমেনিস্তানে প্রধানমন্ত্রীর বিমান জরুরি অবতরণের ঘটনায় বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য পৃথক বিমান কেনার কথা বলেছিলেন। তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়েই দেশে এসেছি। মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমার জন্য আলাদা বিমানের দরকার নেই। আর দেশের মানুষ যে বিমানে যাতায়াত করে তাতে যদি তারা নিরাপদ বোধ না করে, তাহলে আমি আলাদা বিমান চাই না। আমার কাছে তো দেশের মানুষই সব। সেখানে যদি আমার নিরাপত্তা না থাকে তাহলে লাভ কী?’
বিমানের জরুরি অবতরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিমানটি জরুরি অবতরণ যান্ত্রিক কারণে হতে পারে, মনুষ্য সৃষ্টও হতে পারে। যাই হোক, কোনও ধরনের দুর্ঘটনা ঘটেনি। সহি-সালামতে ফিরে এসেছি। সবার দোয়া চাই। যে দেশে বঙ্গবন্ধুসহ আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধীদের মন্ত্রী বানানো হয়েছে। সে দেশে তাহলে কার জীবনটা নিরাপদ?’
২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এর আগে একটি দলের নেতাদের বক্তব্যগুলো শুনলে অনেক কিছুই বোঝা যায়। দুর্ঘটনা দুর্ঘটনাই, এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তদন্ত করা হচ্ছে, দেখা যাবে। সবচেয়ে বড় কথা বেঁচে আছি, আপনাদের সামনে আছি।’
এর আগে বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘আলাদা বিমান কিনলেই সমস্যার সমাধান মিলবে না। তবে যখনই আমাদের ভিভিআইপি ফ্লাইট হয়, সেটা রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, স্বাভাবিকভাবে নরমাল রুট থেকে বিমান তুলে নিতে হয়। এতে শিডিউলে অসুবিধা হয় এবং সেভাবে নিরাপত্তাও নিশ্চিত করা যায় না। আমরা আশা করি, নিরাপত্তা আরও উন্নত হবে। তবে প্রধানমন্ত্রী নিজের জন্য জনগণের পয়সায় প্লেন কেনার প্রস্তাবে রাজি নাও হতে পারেন।’
প্রসঙ্গত, ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তুর্কমেনিস্তানের আশখাবাতে বিমানটি জরুরি অবতরণ করে। পরে যান্ত্রিক ত্রুটি সারানোর পর একই ফ্লাইটে চার ঘণ্টা বিলম্বে হাঙ্গেরি পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি নিরাপদে গন্তব্যে পৌঁছানোয় তার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শুক্রবার দেশব্যাপী দোয়া ও প্রার্থনা কর্মসূচির আয়োজন করে।

আরও পড়ুন-

‘নির্বাচন কমিশন গঠনের পদক্ষেপ রাষ্ট্রপতিই নেবেন’

সাধারণ স্কুলেও প্রতিবন্ধীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে: প্রধানমন্ত্রী

/সিএ/টিআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!