X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসি গঠনে সার্চ কমিটির পথেই হাঁটছে সরকার

এমরান হোসাইন শেখ
০৩ ডিসেম্বর ২০১৬, ২২:৩৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২২:০৪

 

 

নির্বাচন কমিশন নতুন নির্বাচন কমিশন গঠনে চলতি পথের বাইরে যাচ্ছে না সরকার। বর্তমান কমিশনের মতোই সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন কমিশন গঠন করা হবে। এক্ষেত্রে বিএনপির দেওয়া প্রস্তাবকে বিশেষ কোনও গুরুত্বই দিচ্ছে না সরকার। এদিকে কমিশন গঠনে রাজনৈতিক দলের মতামত নিলেও মূল আলোচনায় বিএনপির থাকার সুযোগ হবে কিনা, এ নিয়েও সংশয় রয়েছে। এছাড়া কমিশন গঠনে বিএনপি প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির কাছে সময় চাইলেও এখনও সাড়া পাওয়া যায়নি। তবে, প্রস্তাব নিয়ে দলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের আলোকে নির্বাচন কমিশন নিয়োগ করেন রাষ্ট্রপতি। সংবিধানের এ ধারা অনুযায়ী, স্বাধীনতার পর থেকে ২০১২ সালের আগে  রাষ্ট্রপতি নিজ ক্ষমতাবলে কমিশন নিয়োগ দিলে এলেও ২০১২ সালে রাষ্ট্রপতি তার এই ক্ষমতা কিছুটা ভিন্নভাবে প্রয়োগ করেন। ওই সময় কমিশন গঠিত হয় সার্চ কমিটির মাধ্যমে। তখন প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তিনি আওয়ামী লীগ, বিএনপিসহ ২৩টি দলের মতামত দেন। সার্চ কমিটির আহ্বানে আওয়ামী লীগসহ কয়েকটি দল নতুন কমিশনের জন্য তাদের পছন্দের ব্যক্তির নামের তালিকা দিলেও বিএনপি দেয়নি। কমিটি রাষ্ট্রপতির কাছে যে সুপারিশ জমা দেয়, সেখানে সিইসি ও চার কমিশনার নিয়ে পাঁচ পদের জন্য ১০টি নাম আসে। এর মধ্য থেকেই পাঁচজনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ওই বছরের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া কমিশনের মেয়াদ আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শেষ হবে। এরই পরিপ্রেক্ষিতে নতুন কমিশন গঠনের বিষয়টি সামনে এসেছে। ইতোমধ্যে কমিশন গঠনে সংসদের বাইরে থাকা প্রধান রাজনৈতিক দল বিএনপি বাছাই কমিটি গঠন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। জবাবে সরকারি দল তাদের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতির ওপর ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তাদের প্রস্তাব বিষয়ে আমাদের বলার কিছু নেই। উনি (খালেদা জিয়া) প্রস্তাব দিয়েছেন। তারা রাষ্ট্রপতিকে বলুক। রাষ্ট্রপতি ভালো বুঝবেন তিনি কী পদক্ষেপ নেবেন। রাষ্ট্রপতি যে পদক্ষেপ নেবেন, সেটাই হবে।’

একইসঙ্গে ২০১২ সালের মতো এবারে সার্চ কমিটির মাধ্যমে কমিশন হওয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন আমরা সরকারে থেকে করিনি। সার্চ কমিটির মাধ্যমেই করা হয়েছে। তখন বিএনপির যা-যা দাবি ছিল, তা মেনেই কমিশন গঠন করা হয়েছে। এখনও সেই প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে।’

স্বাধীনতার পর সংসদে প্রতিনিধিত্বকারী সব দলকে নিয়ে আলোচনার প্রস্তাব সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘খুনি ফ্রিডম পার্টি ও স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে নিয়ে আলোচনার প্রস্তাবে উনার (খালেদা জিয়া) মনের ভাব তো বুঝা যাচ্ছে। আর বর্তমান সংসদের নেতৃত্বদানকারী দলের কথা বললে তো উনি বাদ পড়ে যাবেন। এ জন্য কায়দা করে ওই প্রস্তাব দিয়েছেন।’

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সার্চ কমিটি গঠনের কথা জানান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি আগেই কথা বলেছি। বলেছি ২০১২ সালে যেভাবে বর্তমান ইসি গঠন করা হয়েছিল, এবারও সেভাবেই হবে। সংবিধানের আলোকে আইন প্রণয়নের বিষয়টি এখনও সরকারের বিবেচনায় আসেনি, আপাতত পরিকল্পনাও নেই।’

এর আগে বিএনপির প্রস্তাবের জবাব দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইসি গঠনে আমরা সংবিধান মোতাবেক চলতে চাই। সার্চ কমিটি গঠন করে রাষ্ট্রপতি যেভাবে নির্বাচন কমিশন গঠন করেছেন, সে প্রক্রিয়া থেকে আমাদের সরে যাওয়ার সুযোগ নেই।’

নির্বাচন কমিশন প্রসঙ্গে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব শুধু রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রীকেও ভেবে দেখতে হবে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে শক্তিশালী নির্বাচন কমিশন। বিএনপি চেয়ারপারসন শক্তিশালী কমিশন গঠনেরই প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবটিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। এটা যেমনটি রাষ্ট্রপতি দেখবেন, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকেও দেখতে হবে।’

নির্বাচন কমিশন ইস্যুতে প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আগেই রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত সাড়া পাইনি।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা